দেউলিয়া পাকিস্তানের ভরসা মোদী?
ODD বাংলা ডেস্ক: দেনায় ডুবে থাকা পাকিস্তানকে বাঁচাতে আসরে নামতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাড়িয়ে দিতে পারেন সাহায্যের হাত। বিস্ফোরক দাবি Research and Analysis Wing বা RAW-র প্রাক্তন ডিরেক্টর অমরজিৎ সিংহ দুলাতের। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে।সম্প্রতি একটি সর্বভারতীয় সংস্থাকে সাক্ষাৎকার দেন অমরজিৎ সিংহ। সেখানেই তিনি বলেন, "বন্ধু রাষ্ট্র আমেরিকার চেয়ে পাকিস্তান ভারতের অনেক কাছের দেশ। সেই কারণে নয়াদিল্লির উচিত পাকিস্তানের উপর মনোনিবেশ করা।"ইসলামাবাদের উপর কী ভাবে ভারত প্রভাব বিস্তার করতে পারে, সাক্ষাৎকারে সেই রূপরেখা তুলে ধরেছেন RAW-র প্রাক্তন ডিরেক্টর। তাঁর কথায়, "পাকিস্তানের সঙ্গে যখন-তখন, যে কোনও অবস্থাতেই আলোচনায় বসা যায়। এতে করে ইসলামাবাদকে ব্যস্ত করা যাবে।"
Post a Comment