প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে ২০২৪-এ ভারতে পোপ ফ্রান্সিস?
ODD বাংলা ডেস্ক: আগামী বছর ভারত সফরে আসতে পারেন পোপ ফ্রান্সিস। ভারত সফরে পরিকল্পনা নিজেই জানিয়েছেন পোপ। ভারত সফরকালে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন ফ্রান্সিস। ভারত সফরের সময় বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। পোপ নিযুক্ত হওয়ার পর এটাই হবে ফ্রান্সিসের প্রথম ভারত সফর। রবিবার দক্ষিণ সুদান থেকে রোমে ফেরার সময় বিমানে সাংবাদিকদের তাঁর ভারত সফরের পরিকল্পনার কথা জানিয়েছেন ফ্রান্সিস। ভারত ছাড়াও তিনি মঙ্গোলিয়ায় যেতে পারে বলে জানিয়েছেন। প্রসঙ্গত, ২০২১ সালে জি-২০ সম্মেলনে যোগ দিতে ইতালি সফরের সময় ভ্যাটিকান সিটিতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা করেন ক্যাথলিক খ্রিস্টান সমাজের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে। প্রায় ২০ মিনিটের বেশি সময় ধরে বৈঠক হয়েছিল নমোর সঙ্গে পোপের। আলোচনার তালিকায় ছিল দারিদ্র্য দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তন সহ একাধিক বিষয়।সেই সময় পোপকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী।
Post a Comment