ফেব্রুয়ারিতে অকাল বর্ষণের পূর্বাভাস, পাল্লা দিয়ে চড়ছে পারদ
ODD বাংলা ডেস্ক: কলকাতার তাপমাত্রা বুধবারও স্বাভাবিকের উপরেই। এদিকে, দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণা বাতাসের প্রভাবে বেশ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে চলতি সপ্তাহে।দিনের বেলায় গরম অনুভূত হবে জেলায় জেলায়। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা একইরকম থাকবে। দিনের তাপমাত্রা আগামী দু'তিন দিন সামান্য বাড়বে। দক্ষিণা বাতাসে জলীয় বাষ্প থাকায় দিনের বেলায় অস্বস্তি বজায় থাকতে পারে কিছু জেলায়। আংশিক মেঘলা আকাশ উপকূল এবং বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে। ওদিকে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পঙে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে বুধ এবং বৃহস্পতিবার। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও।
Post a Comment