অনেকটাই কমতে পারে ক্যানসারের ওষুধের দাম, রাজস্থানে হদিশ বিরল খনিজ পদার্থের


ODD বাংলা ডেস্ক: ক্যানসারের ওষুধ তৈরির জন্য একাধিক উপাদান রফতানির ক্ষেত্রে এগিয়ে চিন।এই মার্কেটে প্রতিবেশী এই দেশের কার্যত একচেটিয়া দাপট লক্ষ্য করা গিয়েছে। কিন্তু, এবার চিনের দীর্ঘদিনের সেই দাপটের অবসান ঘটাতে চলেছে ভারত? জানা গিয়েছে, রাজস্থানের উদয়পুর সহ বেশ কিছু এলাকায় বিরল খনিজ পদার্থ পাওয়া গিয়েছে। আর হয়ে উঠতে পারে 'গেম চেঞ্জার'।ইতিমধ্যেই খনির ডিরেক্টরদের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেছেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা, জানা গিয়েছে এমনটাই। 'মাইন্স এবং পেট্রলিয়ামের’ অতিরিক্ত মুখ্য সচিব ড. সুবোধ আগরওয়াল জানান, এই ধরনের বিরল খনিজ পদার্থ সরবরাহের ক্ষেত্রে চিন অনেকটাই এগিয়ে। প্রায় ৯৫ শতাংশ 'রেয়ার আর্থ মেটিরিয়াল' সরবরাহের ক্ষেত্রেই এগিয়ে চিন। জানা যাচ্ছে, এই 'রেয়ার আর্থ মেটিরিয়াল' ক্যানসারের ওষুধ তৈরির ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। সেক্ষেত্রে রাজস্থান রীতিমতো গেমচেঞ্জার হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, ফিল্ড অফিসাররা ভার্চুয়ালি একটি বৈঠকও করেছেন। রাজস্থানের পালি, উয়দপুর, জালোরে এই Mineral Rare Earth Element পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.