রোগীর মাথায় উঠে নাচছে ইঁদুর! ঘটনা মালদা মেডিক্যাল কলেজের
ODD বাংলা ডেস্ক: কখনও পা, আবার কখনও রোগীর মাথায় 'খেলা করছে' ইঁদুর। না! কার্যত এই ছবিই দেখা যাচ্ছে মালদা মেডিক্যাল কলেজে। রোগীদের অভিযোগ, পুরনো ভবনের পাশাপাশি নতুন ধাঁ চকচকে বিল্ডিংয়েও রয়েছে ইঁদুরের উপদ্রব। মাটিতে কোনও রোগী শুয়ে থাকলে তাঁর গায়ে-মাথায় দিব্যি জাঁকিয়ে বসে ইঁদুর।কিন্তু, প্রশাসনের হেলদোল নিয়ে রীতিমতো ক্ষুব্ধ রোগী এবং তাঁদের পরিজনরা। রোগীর শয্যায় ইঁদুরের ‘দাপাদাপি’ নিয়ে উঠছে প্রশ্ন। যদিও মূষিকদের 'মুক্তাঞ্চল' কেন হাসপাতাল? এই নিয়ে প্রশ্ন উঠছে। মালদা মেডিক্যাল কলেজের সুপার পুরঞ্জয় সাহা বলেন, "রোগীর শয্যায় ইঁদুর উপদ্রব যাতে না হয় সেজন্য আমাদের একটি কর্মসূচি নেওয়া হয়েছে। আর্থিক অনুমোদন এলেই আমরা তা শুরু করব।”
Post a Comment