লক্ষ্য অস্কার জয়, খালি পায়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলেন রাম চরণ

ODD বাংলা ডেস্ক: অস্কারের দৌড়ে শামিল হয়েছে গোটা বিশ্ব। আগামী ১২ মার্চ বিশ্বের সবচেয়ে গৌরবময় অ্যাওয়ার্ড শো আয়োজিত হতে চলেছে হলিউডের ডলবি থিয়েটারে। গোল্ডেন গ্লোব এবং ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড জয়ী RRR-ও এ বছর মনোনয়ন পেয়েছে অস্কারে। এই পরিস্থিতিতে হায়দরাবাদ এয়ারপোর্টে দেখা গেল সুপারস্টার রাম চরণকে। একাধিক রিপোর্ট বলছে, লস অ্যাঞ্জেলসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাম।মঙ্গলবার কালো রঙের কুর্তা-পাজামা পরেই হায়দরাবাদ বিমানবন্দরে উঁকি দেন রাম চরণ। এদিন আশ্চর্যজনকভাবেই নজর কেড়েছেন তিনি। আসলে বিমানবন্দরে ঢোকার সময় রামের পায়ে জুতো ছিল না। রিপোর্ট মোতাবেক, রাম চরণ আয়াপ্পার ভক্ত। বর্তমানে আয়াপ্পা দীক্ষা মেনে চলছেন তিনি। শবরীমালা মন্দিরে যাওয়ার আগে ঈশ্বরের ভক্তদের ৪১ দিনের উপোস করতে হয়।তারপরেই ওই মন্দিরে গিয়ে আয়াপ্পা স্বামীর দর্শন এবং আরাধনা করেন উপাসকরা। রাম চরণও একইভাবে শবরীমালা মন্দিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই সময়ে জুতো পরা যায় না।আমেরিকা যাওয়ার সময়ও নিজের সংস্কৃতি এবং বিশ্বাস আগলে রেখেছেন। যা দেখে বেজায় খুশি তাঁর অনুরাগীরা। অনেকেই রাম চরণের স্মার্টনেসের প্রশংসা করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.