দাঁতের মাঝে ফাঁক? লক্ষ্মীর আশীর্বাদ থাকে এঁদের ওপর, থাকে না অর্থাভাব!

 


ODD বাংলা ডেস্ক: আমাদের মধ্যে অনেকের দাঁতের মাঝে দূরত্ব থাকে। দাঁতের মধ্যে এই গ্যাপ বা দূরত্ব অনেকে ভালোবাসেন না। তাঁদের ধারণা এর ফলে দাঁতের সৌন্দর্য কমে যায়। কিন্তু আপনারা কী জানেন জ্যোতিষ শাস্ত্র মতে যে ব্যক্তির দাঁতের মাঝে দূরত্ব থাকে তাঁদের বিশেষ গুণের অধিকারী হন? জ্যোতিষ মতে এমন ব্যক্তিরা সৃজনশীল ক্ষমতার অধিকারী হন। শিল্পকলায় পটু হন এঁরা। এই জাতকদের স্বভাবই তাঁদের কেরিয়ারে এগিয়ে নিয়ে যায়। অফিসেও সকলের প্রশংসা লাভ করেন এই জাতকরা। আধিকারিকরাও এঁদের প্রশংসায় পঞ্চমুখ থাকেন। এমন ব্যক্তির বিভিন্ন গুণ সম্পর্কে আলোচনা করা হল এখানে।


পরিশ্রেমের জোরে সাফল্য লাভ করেন


জ্যোতিষ বলছে যে ব্যক্তির দাঁতের মাঝে দূরত্ব থাকে, তাঁদের সাফল্য লাভের সম্ভাবনা খুব বেশি হয়। তবে নিজের পরিশ্রমের জোরে জয়ী হন এঁরা। নানাবিধ সমস্যা ও বাধা অতিক্রম করে নিজের লক্ষ্যে পৌঁছন এঁরা।


কেরিয়ারে সাফল্য লাভ


সমুদ্র শাস্ত্র অনুযায়ী এমন দাঁত থাকলে ব্যক্তি কেরিয়ারে প্রচুর সাফল্য লাভ করতে পারে। জীবনে উন্নতি হয় এঁদের। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তির দাঁতের মাঝে দূরত্ব থাকে, তাঁরা উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হন।


যোগ্যতা



যে ব্যক্তির দাঁত এমন, তাঁরা দেখতে সাধারণ হন। কিন্তু যোগ্যতার জোরে এঁদের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। যোগ্যতা ও পরিশ্রমের জোরে নিজের পরিচিতি গড়ে তোলেন এই জাতকরা।


বাকপটু হন এঁরা


শাস্ত্র মতে দাঁতের মাঝে গ্যাপ থাকলে সেই ব্যক্তি বাকপটু হন। কোনও সাধারণ কথাকেও এঁরা এমন ভাবে পেশ করেন যে তা শ্রুতিমধুর মনে হয়, তাই সকলে এই জাতকদের কথা শুনে থাকেন। পেশাগত জীবনেও নিজের এই বৈশিষ্ট্যকে কাজে লাগান এই জাতকরা।


খোলা মনের মানুষ


এই ব্যক্তিরা খোলা মনের মানুষ হন। অন্যান্যদের থেকে পৃথক চিন্তাভাবনা পোষণ করেন এঁরা। নিজের কথা এঁরা নতুন ভাবে সকলের সামনে রাখেন এবং তাতে সকলের সহমত আদায় করে নেন।


খাদ্য রসিক


সমুদ্র শাস্ত্র মতে এই ব্যক্তিরা খাদ্যরসিক হন। বিভিন্ন ধরনের খাওয়া-দাওয়ার প্রতি এঁদের রুচি থাকে। তবে শুধু খাওয়ার নয়, রান্নার করার শৌখিন হন এঁরা। খাওয়া-দাওয়ার পাশাপাশি নিজের ফিটনেস সম্পর্কে অত্যন্ত সচেতন থাকেন এই জাতকরা।


লক্ষ্মীর আশীর্বাদ থাকে এঁদের ওপর


যে ব্যক্তির দাঁতে ফাঁক থাকে, তাঁদের ওপর লক্ষ্মী সদয় হন। লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করেন এই জাতকরা। শ্বশুরবাড়ির তরফে অত্যন্ত লাভান্বিত হন। অর্থশাস্ত্র বিষয়ে অগাধ জ্ঞান থাকে এঁদের। শুধু তাই নয়, আর্থিক সমস্যার মোকাবিলা করতে হয় না এই জাতকদের। ধনী হন এই জাতকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.