পড়ন্ত বিকেলেই সাত পাকে বাঁধা, সিড-কিয়ারার বিয়ের লগ্ন কখন জানেন
ODD বাংলা ডেস্ক: কড়া নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণীর ডেস্টিনেশন ওয়েডিং ভ্যেনু জলসলমেরের সূর্যগড় প্যালেস। তাই সেই নিরাপত্তার বলয় ভেঙে কোনওভাবেই তারকা জুটির ছবি লেন্সবন্দি করা সম্ভব হচ্ছে না। ৭ ফেব্রুয়ারি কখন সিদ্ধার্থ আর কিয়ারা সাত পাক ঘুরে সাত জন্ম একসঙ্গে থাকার শপথ নেবেন? বিয়ের সেই শুভক্ষণটি জানতে উৎসুক তারকা জুটির অনুরাগীরা। সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার বেলা তিনটের সময় সাত পাকের বন্ধনে বাঁধা পড়বেন শেরশাহ জুটি। নবদম্পতির প্রথম ছবি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে সিড-কিয়ারার অগুনতি ভক্ত।
Post a Comment