সমু্দ্রের ধারে বিলাসবহুল বাংলো, সিড-কিয়ারার নতুন বাড়ির দাম কত, জানেন?

ODD বাংলা ডেস্ক:মঙ্গলবারই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কিয়ারা ও সিদ্ধার্থ। ইতিমধ্যেই এই বিয়ের নানা অনুষ্ঠানের দিকে নজর সবার। কিন্তু জানেন কি বিয়ের পর সিদ্ধার্থ ও কিয়ারা কোথায় থাকবেন? বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কয়েক মাস আগেই নাকি সিদ্ধার্থ ও কিয়ারা বিয়ের পর থাকার জন্য নতুন বাসস্থান খুঁজে ফেলেছেন। শোনা যাচ্ছে, এ ব্যাপারে কিয়ারার পছন্দকেই অগ্রাধিকার দিয়েছেন সিদ্ধার্থ। সূত্রের খবর,কিয়ারা চেয়েছিলেন এমন এক বাংলো, যেখান থেকে পরিষ্কার সমুদ্র দেখা যাবে। মুম্বইয়ের পালি হিলেই সিদ্ধার্থ তেমনই এক বাংলোর খোঁজ পেয়েছেন। যার দাম ৭০ কোটি টাকা। আপাতত, সেই বাংলোতেই এখন চলছে ইন্টেরিয়রের কাজ। শোনা যাচ্ছে, শাহরুখপত্নী গৌরী খান নাকি দায়িত্ব নিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারার বাংলো সাজিয়ে দেওয়ার। এই বাংলোতেই নতুন সংসার শুরু করবেন কিয়ারা ও সিদ্ধার্থ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.