ভারতের সবেচেয়ে বড় খাবারের প্লেটর নামকরণ করা হল সোনু সুদের নামে
ODD বাংলা ডেস্ক: করোনা কাল থেকে যে মানুষটা ক্রমাগত সাধারণ, অসহায় মানুষের সাহায্য করে চলেছেন, সেই মানুষটার নামেই নাম রাখা হল দেশের সবচেয়ে বড় খাবারের প্লেটের। অথচ এই খাবার সোনু নিজেই খেতে পারবেন না।বিশাল এই ‘সোনু সুদ প্লেট’ তৈরি করেছে হায়দরাবাদের জিসমত আরেবিক মান্ডি (জেল থিম) রেস্তরাঁ। আমিষ পদে সাজানো এই প্লেটের খাবারে অন্তত ২০ জনের পেট খুব ভালভাবেই ভরে যাবে। আর এটিই দেশের সবচেয়ে বড় খাবারের প্লেট বলে দাবি রেস্তরাঁর। নিজের নামের এই প্লেট উদ্বোধনে উপস্থিত ছিলেন সোনু। তিনিই শেয়ার করেছেন ছবি। হায়দরাবাদের রেস্তরাঁর অভিনব উদ্যোগে খুশি সোনু। তবে এই খাবার তিনি মুখে তুলতে পারবেন না বলেই ক্যাপশনে জানান।আসলে বহুদিন আগেই আমিষ খাবার খাওয়া ছেড়ে দিয়েছেন সোনু। সম্পূর্ণ নিরামিশাষী অভিনেতা। আবার স্বল্পাহারিও বটে। কারণ ডায়েটের মধ্যে থাকতে হয় তাঁকে। নির্মেদ চেহারা বজায় রাখতে হয়। সেই কারণেই নিজের নামে তৈরি দেশের সবচেয়ে বড় প্লেটের খাবার মুখে তুলতে পারবে না।
Post a Comment