শব্দদূষণ নিয়ন্ত্রণে বাংলা জুড়ে বসবে সাউন্ড মিটার
ODD বাংলা ডেস্ক: শব্দ রাক্ষসের হাত থেকে মানুষকে রেহাই দিতে বাংলা জুড়ে অত্যাধুনিক মানের সাউন্ড মিটার বসাবে রাজ্য সরকার। এর মাধ্যমে আরও নিখুঁত ভাবে শব্দদূষণের মাত্রা জানা যাবে। ঠিক কোন জায়গা থেকে শব্দদূষণ ছড়াচ্ছে, সেটাও চিহ্নিত করা যাবে। ফলে চটজলদি ব্যবস্থাও নিতে পারবে প্রশাসন।সরকারি পরিকল্পনা অনুযায়ী, রাজ্যজুড়ে মোট ১০০০ সাউন্ড লেভেল মিটার বসানো হবে। সেগুলোয় ক্লাউড প্রযুক্তির সাহায্যে জিও লোকেশন ট্যাগিং করা থাকবে। তার সঙ্গে যুক্ত থাকবে প্রিন্টার। স্বয়ংক্রিয় পদ্ধতিতে সাউন্ড মিটারে কোনও একটি নির্দিষ্ট স্থানের শব্দের মাত্রা ধরা পড়বে। তার প্রিন্টআউটও সংগ্রহ করা যাবে। পুলিশ, পরিবহণ দপ্তর এবং পুরসভার আধিকারিকরা অফিসে বসেই কম্পিউটার বা ল্যাপটপে কোথায় কতটা শব্দদূষণ হচ্ছে, দেখতে পাবেন। চাইলে তাতে অ্যালার্ট সিস্টেমও যোগ করা যেতে পারে। কোনও জায়গায় শব্দের মাত্রা বেশি হলেই মেল কিংবা SMS-এ সতর্কবার্তা চলে যাবে।
Post a Comment