অদ্ভূত ক্যাটওয়াক! টেবিল ক্লথ নিয়েই হাঁটলেন মডেল
ODD বাংলা ডেস্ক: এই যুগে ফ্যাশনের জয়জয়কার । সারা পৃথিবী জুড়ে নিত্যনতুন পোশাক আর ফ্যাশন শোয়ের জৌলুস। সশরীরে অথবা অশরীরে (অর্থাৎ অনলাইনে) অনেক মানুষ নিয়মিত ফ্যাশন শো দেখেন। কিন্তু এই কারণেই প্রতিযোগিতাও তুমুল। তাই দর্শক ধরে রাখতে নানা রকম চমকের কথা ভাবেন উদ্যোক্তারা।
এরই মধ্যে সবাইকে চমকে দিয়েছে এক মডেলের পোশাক। সেই পোশাকের সঙ্গে জুড়ে আছে টেবিল ক্লথ! কেবল টেবিল ক্লথই নয়, তার উপরে রাখা এঁটো বাসন, খাবার এসবও সঙ্গে করে টেনে নিয়ে ক্যাটওয়াক করতে দেখা গেল তাকে। নিঃসন্দেহে, এমন অভাবনীয় দৃশ্য মন জিতেছে নেটিজেনদের। চোখের পলকে ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি।
সহোদর ডিজাইনার নান্না ও সিমন উইকেক যোগ দিয়েছিলেন কেপেনহেগেনের ফ্যাশন সপ্তাহের একটি শোয়ে। সেখানেই ছিলেন ঐ মডেল। তার নাম সারা ডাল। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি অতিথিদের সঙ্গে একটি টেবিলে বসে রয়েছেন। তার সামনে রাখা খাবারের প্লেট। সেখানে তখননো খাবার রয়েছে। রয়েছে মোমবাতি, সিগারেটের টুকরো, ওয়াইনের সুদৃশ্য গ্লাস। সারার পরনে মিনি স্কার্ট ও গোলাপি কর্সেট। আচমকাই তিনি উঠে দাঁড়ান। হাঁটতে শুরু করেন।
আর তখনই সকলে চমকে ওঠেন। দেখা যায়, তার পোশাকের সঙ্গে সেলাই করা আছে আস্ত টেবিল ক্লথটি। ফলে তিনি হাঁটতে শুরু করতেই তার টেবিল ক্লথটিও এগোতে থাকে। সেখানে থাকা বাসনকোসন, মোমবাতি, গ্লাস, সবই এগোতে থাকে। সবশুদ্ধ হাঁটতে হাঁটতে মুনওয়াকের এলাকা পেরিয়ে যান সারা। এমন আশ্চর্য পোশাক দেখে সকলে চমকে ওঠেন। সেই সঙ্গে হাততালিও দিতে থাকেন।
ভাইরাল হওয়া ভিডিওতে নানা মন্তব্য করেছেন নেটিজেনরাও। একজন লেখেন, ‘আমি সত্য়িই চমকে গিয়েছিলাম।’ আরো একজন লেখেন, ‘যুগান্তকারী’। তবে সবাই যে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তা নয়। অনেকে প্রশ্ন তুলেছেন এমন উদ্ভট চমকের মানে কী। একজনকে লিখতে দেখা যাচ্ছে, এভাবে খাবার, ডিশ এসব ছিটকে ফেলে চমক দেওয়া অনর্থক।
Post a Comment