স্বরা ভাস্করের বিয়ে অবৈধ! দাবি মুসলিম জামাতের প্রধান মৌলানার


ODD বাংলা ডেস্ক:  স্বরা ভাস্করের বিয়ে বৈধ নয়! হ্যাঁ, এমনটাই দাবি করেছেন সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান মৌলানা শাহবুদ্দিন রিজবি। তাঁর দাবি, স্বরা যেভাবে বিয়ে করেছেন তা একেবারেই বৈধ নিয়ম নয়। স্বরাকে ইসলাম কবুল করতে হবে।শাহবুদ্দিন রিজবি আরও জানান, ”স্বরাকে ইসলাম কবুল করতে হবে, তবেই এই বিয়ে বৈধতা পাবে। কোনও নারী যদি মূর্তিপূজা করেন, তা হলে কোনও মুসলমান পুরুষ তাঁকে বিয়ে করতে পারবেন না। ইসলামে এই ধরনের বিয়ের জায়গা নেই।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.