৫ গুণ বরাদ্দ বাড়ল! স্বাস্থ্য সাথীতে বিরাট বদল, কম হবে হয়রানি

ODD বাংলা ডেস্ক: স্বাস্থ্য সাথী কার্ড থাকলেও বেসরকারি হাসপাতাল নার্সিং হোম থেকে রোগী ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠত বার বার। এবার সেই হয়রানি কমাতে বড় পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দফতর।প্যাকেজের বাইরের চিকিৎসায় ওষুধ এবং ডায়াগনস্টিক পরীক্ষার জন্য বরাদ্দ ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে বড় হাসপাতালগুলির জন্য ২৫ হাজার টাকা করা হল। তবে এই সুবিধা মিলবে রাজ্যের ৩০টি এনবিএইচএল ( ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড অফ হসপিটালস অ্যান্ড ল্যাবরেটরিজ) অনুমোদিত হাসপাতালগুলিতে৷এর পাশাপাশি সরকারি হাসপাতালে হৃদযন্ত্র ও হাড়ের চিকিৎসায় বিভিন্ন প্রতিস্থাপনের খরচও এখন থেকে স্বাস্থ্যসাথী কার্ডে পাওয়া যাবে৷ এতদিন হার্টের চিকিৎসার জন্য পেসমেকার, স্টেন্ট কেনার জন্য বা হাড়ের অপারেশনের ক্ষেত্রে প্লেট,নেল,পিন,স্ক্রু কেনার ক্ষেত্রে সরকারি হাসপাতালে মজুত না থাকলে চিকিৎসায় দেরি হত। এখন থেকে বাজার থেকে কিনে অর্থাৎ লোকাল পারচেজ করে রোগীর চিকিৎসায় তা ব্যবহার করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.