তরুণীর বাহুমূলের ঘামে-ভেজা আপেলের টুকরা খেলে তবেই হতো প্রেম

 


ODD বাংলা ডেস্ক: প্রেমের কী কোনো শর্ত হয়? হয়! তরুণীর প্রেম পেতে গেলে খেতে হবে তার বাহুমূলের ঘামে ভেজানো আপেলের টুকরা! যে পুরুষ সেই আপেল হাসিমুখে চিবিয়ে খেতে পারত, সেই পেত তরুণীর মন। নিশ্চয়ই ভাবছেন, এ আবার কেমন আজগুবি কথা? কিন্তু বাস্তবে ঠিক এমনটাই ঘটত!

>> তরুণীর মন পেতে গেলে খেতে হবে তার বাহুমূলের ঘামে ভেজানো আপেল। প্রথমে গ্রামের তরুণ ও তরুণীরা এক জায়গায় জমায়েত করতেন। সেখানে তরুণীরা উদ্দাম নাচতেন। তরুণীদের সঙ্গে থাকত এক টুকরা আপেল। নাচের সময় সেই আপেল থাকত বাহুমূলের নিচে। নাচের পরিশ্রমে সেই আপেল ঘামে ভিজে যেত।


>> যে বাজনার সঙ্গে নাচটা চলত তা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হত। নিয়ম ছিল বাজনা বন্ধ হলে নাচ থামিয়ে সেখানে হাজির তরুণদের মধ্যে থেকে এক তরুণকে বেছে নিতে হবে তরুণীকে। যদি দুই জনেরই দুইজনকে পছন্দ হয়, তাহলে তরুণী বাহুমূলের তলা থেকে সেই ঘামে ভেজা আপেলের টুকরা দিত তরুণকে, খেতে।


>>  তরুণ যদি সেই ঘামে ভেজা আপেলের টুকরা খেতে সক্ষম হত, তবেই সে পেত তরুণীকে ভালবাসার অধিকার।


>>  ঊনবিংশ শতাব্দীতে অস্ট্রিয়ার বিভিন্ন গ্রামে এই প্রথার প্রচলন ছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.