জলের নিচে চার মিনিট ছয় সেকেন্ড ধরে চুমু, রেকর্ড গড়লেন দম্পতি
ODD বাংলা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বেথ নিল এবং কানাডার মাইলস ক্লোটিয়ার, দুইজনেই ডুবুরি। দেড় বছরের মেয়ে নেভের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় থাকেন তারা। এই দুইজন এবার বিশ্বরেকর্ড গড়ে ফেললেন।
মালদ্বীপের একটি হোটেলের পুলে তারা চার মিনিট ছয় সেকেন্ড ধরে কিস করেছেন। এর আগে জলের তলায় ৩ মিনিট ২৪ সেকেন্ড ধরে কিসিং-এর রেকর্ড ছিল। ১৩ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙে দিলেন বেথ ও মাইলস।
বেথ এবং মাইলস এমন রেকর্ড গড়ার প্রশিক্ষণ শুরু করেছিলেন মলদ্বীপে যাওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই। এই দম্পতি জলের নীচের শুট করা চলচ্চিত্র নির্মাতা। তিন বছর আগে তারা এই কনসেপ্ট নিয়ে এসেছিলেন। কয়েক সপ্তাহ ধরে প্রশিক্ষণ করেছিলেন তারা।
বেথ বলছিলেন, 'রেকর্ডের তিন দিন আগে আমি আমার শ্বাস বেশিক্ষণ ধরে রাখতে পারছিলাম না।' বেথ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে আরো বলেন, 'আমরা বহুদিন ধরেই প্রশিক্ষণ করছিলাম। তবে এমন রেকর্ড করে ফেলতে পারব সেটা সত্য়িই ভাবিনি।'
পেশাদার হওয়া সত্ত্বেও এমন স্টান্ট বেথ এবং মাইলসের পক্ষে কঠিন ছিল। সব শেষে ভ্যালেন্টাইন্স ডে-তে তারা এমন স্পেশাল রেকর্ড করতে পেরে তারা দুজনেই খুশি ও গর্বিত।
Post a Comment