পেশায় কাঠমিস্ত্রি, শুধু বিকিনি পরে বহু পুরুষের ঘুম কেড়ে নিচ্ছেন মোহময়ী রহস্যময়ী

 


ODD বাংলা ডেস্ক: মুঠোফোন দিয়ে কত কী-ই না করা যায়! সারাদিনের রোজনামচা ক্যামেরাবন্দি করে বিশ্বসংসারকে দেখিয়ে অনেকেই টাকা কামাচ্ছেন। যাদের কিনা পোশাকি ভাষায় বলা হয়ে থাকে ‘ভিডিও ব্লগার’। এই সময়ে দাঁড়িয়ে চারদিকে এখন ভিডিও ব্লগারদেরই রমরমা। তাদের মধ্যে অনেকেই সমাজমাধ্যমে সাড়া ফেলে দিয়েছেন। ভিডিও মনোগ্রাহী করতে তুলতে চেষ্টার কমতি রাখেন না ‘ডিজিটাল ক্রিয়েটর’রা।


ভিডিও যাতে বেশি সংখ্যক মানুষ পছন্দ করেন, তার জন্য যা খুশি করতে ভাবেন না অনেকেই। এমনই এক ‘ভিডিও ব্লগার’-এর কাণ্ডকারখানা এবার সাড়া ফেলেছে। যাকে দেখে ঘুম উড়েছে বহু পুরুষের। পেশায় তিনি কাঠমিস্ত্রি। তার হাতের ছোঁয়ায় কাঠের নানা জিনিস তৈরি হচ্ছে। তবে সেই সব সৃষ্টি যতটা না নজর কেড়েছে, তার থেকে সব আলো কেড়ে নিয়েছেন স্বয়ং স্রষ্টা।


দেখতে সুন্দরী। চেহারার গড়ন ছিপছিপে। তাকে এক ঝলক দেখেই চোখ ফেরানো মুশকিল। সেই তরুণী কাঠমিস্ত্রিই এই মুহূর্তে সমাজমাধ্যমে তুফান তুলেছেন। তবে বিশেষ যে কারণে পুরুষ হৃদয়ে তুফান তুলেছেন ওই ললনা, তা হল তার বেশভূষা। পরনে শুধুমাত্র বিকিনি। আর তা পরেই কাঠের কাজ করে চলেছেন ওই তরুণী।


বিকিনি পরে অনেক তরুণীকে জলকেলি করতে দেখা যায়। কিংবা সমুদ্রসৈকতে বিকিনি সুন্দরীদের আকছার দর্শন মেলে। কিন্তু কাঠমিস্ত্রির পরনে কিনা বিকিনি! এই দিকটিই নজর কেড়েছে সকলের।


কাঠের নানা জিনিস তৈরি করেন ওই তরুণী। তার তৈরি করা বিভিন্ন কাঠের সরঞ্জামও নজরকাড়া। কাঠের তৈরি নানা সরঞ্জামের প্রতি তার ভাললাগা কলেজ জীবন থেকেই। নিজের ভালবাসাকে মর্যাদা দিতেই পরবর্তী কালে কাঠমিস্ত্রি হিসাবেই নিজেকে মেলে ধরেছেন ওই তরুণী।


তবে শুধু কাঠমিস্ত্রি বললে বোধহয় ভুল হবে। কারণ তিনি মোহময়ী কাঠমিস্ত্রি। রোজ কাঠের কাজের সময় তার সামনে ক্যামেরার রেকর্ডার অন করা থাকে। কাঠের কাজের প্রতিটি মুহূর্ত ধরা পড়ে সেই ক্যামেরায়। সেই ভিডিওই পরে নিজের সমাজমাধ্যমে তুলে ধরেন ওই তরুণী।


তবে মজার ব্যপার হলো নেটদুনিয়ায় নিজের নাম আড়াল করেই ভিডিও বানিয়ে চলেছেন তিনি। ওই তরুণীর ইনস্টাগ্রামে প্রোফাইলের নাম ‘উড বানি’।


ইন্সটা প্রোফাইলে ঢুঁ মারলেই বোঝা যাবে তরুণীর কাঠের প্রতি ভালবাসার কথা। পাশাপাশি এ-ও বোঝা যাবে বিকিনির প্রতি তার প্রেম। প্রোফাইলে অসংখ্য ভিডিও রয়েছে। যেখানে নানা ধরনের বিকিনি পরে কাঠের কাজ করতে দেখা গিয়েছে ওই তরুণীকে। কাঠের কাজই শুধু নয়। বিকিনি পরেই নানা ভঙ্গিতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ওই তরুণী। যা দেখে মজেছেন অনেকেই। ইনস্টাগ্রামে ওই তরুণীর অনুরাগীর সংখ্যা ৩ লাখের বেশি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.