ইস্ত্রির কালো দাগ পরিষ্কার করার কিছু উপায়



 ODD বাংলা ডেস্ক: অনেক সময় ইস্ত্রির স্টিলের অংশে কালো দাগ পড়ে যায়। এই দাগ পরিষ্কার না করলে শখের পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে। তাই শখের পোশাকটি নষ্ট হওয়ার আগেই ইস্ত্রির কালো দাগ দূর করুন। কিন্তু কীভাবে করবেন তা জানা নেই? চলুন তবে জেনে নেয়া যাক ইস্ত্রির কালো দাগ পরিষ্কার করার কিছু উপায় সম্পর্কে-  

>>> টুথপেস্ট লাগিয়ে পেপার টাওয়েল দিয়ে ঘষে নিন। দাগ উঠে গেলে নরম তোয়ালে ভিজিয়ে পরিষ্কার করে ফেলুন।


>>> স্টিলের মাজনি দিয়ে ঘষলেও খুব সহজে কালো দাগ উঠে যাবে ইস্ত্রির।


>>> বেকিং সোডার সঙ্গে এক ভাগ জল মিশিয়ে কালো দাগের ওপর লাগিয়ে রাখুন। তবে লক্ষ রাখবেন যেন স্টিম হোল বা ইস্ত্রিতে থাকা ছিদ্রের মধ্যে এই পেস্ট প্রবেশ না করে। কিছুক্ষণ অপেক্ষা করে কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করে ফেলুন।


>>> ভিনেগারে তুলা ডুবিয়ে ধীরে ধীরে ঘষে উঠিয়ে ফেলুন দাগ।


>>> একটি কাগজের ওপর লবণ ছিটিয়ে দিন। ইস্ত্রি গরম করে এই লবণের ওপর কয়েকবার চালিয়ে নিন। ইস্ত্রিতে থাকা জীবাণু ও দাগ দূর হবে।


>>> নেইল পলিশ রিমুভার দিয়ে ঘষলেও দাগ উঠে যাবে।


>>> ইস্ত্রি গরম করে নাপা ধরনের ট্যাবলেট দিয়ে ঘষুন। কালো ময়লাগুলো নরম হয়ে যাবে। এরপর মোটা কাপড় দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন দাগ।


>>> ইস্ত্রি গরম করে পাটের বস্তার ওপর বালু ছিটিয়ে আয়রন করুন। দাগ দূর হবে। এভাবে পরিষ্কার করে যত্নে রাখুন প্রতিদিনের কাজে লাগা ইস্ত্রি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.