বরযাত্রীদের সামনেই বরের গলার টাকার মালা নিয়ে উধাও
ODD বাংলা ডেস্ক: উত্তর ভারতে দারুণ এক রীতি আছে। সেখানে টাকার মালা পরে বিয়ে করতে যাওয়ার রেওয়াজ আছে। অনেকমূল্য মালা পরেন বর। দিল্লির এক যুবকও টাকার মালা পরে বিয়ে করতে যাচ্ছিলেন। তার গলায় ছিল পাঁচশো এবং দুই হাজার টাকার নোটের বিশাল এক মালা। মোট অর্থের পরিমাণ ছিল এক লাখ টাকা। আচমকা সেই মালা ছিনিয়ে স্কুটি চেপে পালাল দুই ছিনতাইবাজ। ঘটনা বোঝামাত্র তাদের পেছনে ধাওয়া করে বরযাত্রীদের অনেকে। যদিও দুই যুবকের নাগাল পায়নি তারা।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি দিল্লির জগৎপুরী এলাকার। এদিন বিয়ে ছিল অনু গুপ্ত নামের এক যুবকের। পটপড়গঞ্জ রোডের বাসিন্দা তিনি। তার গলায় নগদ এক লাখ টাকার মালা ছিল। ‘বরাতে’ তার সঙ্গে ছিলেন বরযাত্রীরা। আচমকাই সেখানে স্কুটি নিয়ে হাজির হয় দুই ছিনতাইবাজ। ভিড়ের মধ্যে বরের গলা থেকে হ্যাঁচকা টানে নোটের মালা নিয়ে পালায় তারা। বর চিৎকার করে উঠলে বেশ কয়েকজন বরযাত্রী ধাওয়া করে দুষ্কৃতীদের। যদিও ধরা যায়নি তাদের।
এমন ঘটনায় মুষড়ে পড়েন অনু এবং তার পরিবারের লোকেরা। পরে পুলিশে অভিযোগ দায়ের করেন অনু। ৮০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম জসমিত। তাকে জেরা করে অন্য অভিযুক্ত রাজীবের খোঁজ মেলে। যদিও এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি দিল্লি পুলিশ।
Post a Comment