টেবিলে আঘাত করেও ভাঙা যায় না এ পরোটা!

 


ODD বাংলা ডেস্ক: অনায়াসেই পরোটা ছিঁড়ে খাওয়া যায়। কারণ পরোটা সাধারণত মোলায়েম ও নরম হয়।

তবে পরোটা যদি ছেঁড়া তো দূরের কথা ভাঙাও না যায় তা হলে সে পরোটার কী নাম দেবেন? এমন একটি পরোটার ভিডিও টুইটারে পোস্ট করেছেন ভারতের সাক্ষী জেইন নামে এক তরুণী। এতে দেখা যায়, পরোটা ছেড়া তো দূরে থাক, বিলে আঘাত করেও ভাঙা যাচ্ছে না। 


ভিডিও টুইটারে পোস্ট করে সাক্ষী জেইন ক্যাপশনে হোস্টেলের খাবারকে ব্যঙ্গ করে লিখেছেন, হোস্টেলের খাবার বলে কথা!  ভিডিওটিতে দেখা যায়, সাক্ষী জেইন হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে কাঠের টেবিলে আঘাত করে এবং চাপ দিয়ে একটি পরোটা ভাঙার চেষ্টা করছেন। তবে তা কোনোভাবেই ভাঙছে না। সাক্ষীকে এ সময় ব্যঙ্গ করে জিজ্ঞাসা করেন, কেউ এটা কীভাবে খাবে? 


টুইটারে পোস্টের পর ভিডিওটিতে অনেকেই লাইক-কমেন্ট করেছেন। এক টুইট ব্যবহারকারী ভিডিওটির পোস্টে মন্তব্য করেছেন, এটি হাতুড়ি পরোটা, যা লোহার চাল দিয়ে বানানো।


অন্য একজন মন্তব্য করেছেন, অদ্ভুত এ পরোটা আমাদের ছাত্রাবাসেও মাঝে মাঝে পাওয়া যায়। এছাড়া আরো অনেকেই ভিডিওটির পোস্টে বিভিন্ন মন্তব্যে সাক্ষী জেইনকে মজার পরামর্শ দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.