বরকে কোলে তুলে জুতা ছিনিয়ে নিলো শ্যালিকা, ভিডিও ভাইরাল
ODD বাংলা ডেস্ক: জায়গা ভেদে বিয়ের রীতি ভিন্ন হয়ে থাকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মূখ্য হয়ে ওঠে নানা রকমের ঠাট্টা-তামাশা। এই সব মজার কাণ্ড-কারখানাই মূলত নেটিজেনদের নজর কাড়ে।
সম্প্রতি বরের জুতা লুকোনোর মজার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে রয়েছেন বর-কনে। বরের পায়ে রয়েছে সেই জুতা জোড়া। কোনোভাবে সেই জুতা পা-ছাড়া করছেন না বর বাবাজি। কিন্তু কনেপক্ষও তো ছাড়ার পাত্র নয়। তাদের মধ্যে থেকে কয়েক জন গিয়ে বরকে কোলে তুলে নিলেন। আর সেই সুযোগে পা থেকে জুতা খুলে নিয়ে চলে গেলেন কনেপক্ষর অন্য কয়েকজন।
এমন ঘটনায় হতচকিত বর। পাশে থাকা কনেও অবাক তার বন্ধুদের এমন কাজে। ভিডিও দেখে তাজ্জব একজন লিখেছেন, “এ তো চুরি নয়, একেবারে ডাকাতি!”
অন্য আর এক জনের বক্তব্য, “সামনেই বন্ধুর বিয়ে। এই ভাবেই বন্ধুর বরের জুতা চুরি করব।”
Post a Comment