বালিতে লুকিয়ে থাকা সাপটিকে দেখতে পেলেন, সময় ৪ সেকেন্ড

 


ODD বাংলা ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এক অপটিক্যাল ইলিউশন। সেখানে আপাতভাবে খানিকটা বালির ছবি দেখা যাচ্ছে। চ্যালেঞ্জ এটাই যে সেই বালির মধ্যে একটি সাপ লুকিয়ে রয়েছে, আর তাকে খুঁজে বের করতে হবে। বালির মধ্যে খানিকটা অংশ ‘অন্যরকম’ লাগলেও; সেটি আসলে সাপ না অন্য কিছু, সেটা খুঁজে বের করাই চ্যালেঞ্জ।

এই ধাঁধার সমাধান খুব তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা না থাকলে করা মুশকিল। চ্যালেঞ্জ হল, ১০ সেকেন্ডেরও কম সময়ে ওই সাপকে বালির মধ্য থেকে খুঁজে বের করতে হবে। উল্লেখ্য, সাপ কোন আদলে সেই বালির ভেতরে রয়েছে, তা আগে ঠাওরে নিতে হবে। তবেই সহজে, ওই সাপকে চটজলদি খুঁজে পাওয়া যাবে। একনজরে দেখে নেওয়া যাক, পোস্টটিতে কী লেখা রয়েছে।


টুইটারে এই অপটিক্যাল ইলিউশন শেয়ার করেছেন জনৈক নেটিজেন। তার মতে, যার পর্যবেক্ষণ ক্ষমতা খুব ভালো, তিনিই পারবেন, এই ছবির মধ্যে থেকে ওই লুকনো সাপটিকে খুঁজে বের করতে। প্রসঙ্গত, ৪ সেকেন্ডের মধ্যে ওই সাপকে খুঁজে বের করার কথা বলা হয়েছে। এই টেস্টে অংশ নেয়া মানে পর্যবেক্ষণ ক্ষমতায় শান দেওয়ার সমান।



এই সেই ছবি। যেখানে সাপটিকে দেখা যাচ্ছে। মূলত সাপের গোটা শরীর নয়, বরং শুধু মুখের একটা অংশ হালকাভাবে স্পষ্ট হয়েছে ছবিতে। ফরে বালির মধ্যে লুকিয়ে থাকা সাপকে ঘিরে অপটিক্যাল ইলিউশনের এই চ্যালেঞ্জের সমাধান এই ছবিকে ধরে নেয়াই যেতে পারে।


উল্লেখ্য, মরু প্রান্তরে বহু সময়ই বালির মধ্যে সাপ এভাবেই চোখে ধোঁকা দিয়ে চলাফেরা করে। সেই প্রসঙ্গও বহু নেটিজেন তুলে ধরেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.