ওজন ঝরাতে ওট্‌স খাচ্ছেন, অল্প সময়েই বানিয়ে ফেলুন তিন সুস্বাদু খাবার



 ODD বাংলা ডেস্ক: বানানোর পদ্ধতি সহজ এবং পুষ্টিকরও বটে। যারা ওজন কমানোর পরিকল্পনা করছেন, তাদের জন্য প্রাতরাশে ওট্‌স একটি অত্যন্ত পছন্দের খাবার। এই খাবার দীর্ঘ সময়ের জন্য পেট ভর্তি রাখে। ওট‌‌সে ক্যালোরির মাত্রা কম। এ ছাড়াও ওজন ঝরাতে, কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে ওট্‌সের কোনো তুলনা নেই। এতে প্রচুর ফাইবার আছে। ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে ওট্‌স খেলে।

তবে রোজ দুধ-ওট্‌স কিংবা দই-ওট্‌স খেতে একঘেয়ে লাগে। ওট্‌স দিয়েই বানানো যায় ভিন্ন স্বাদের কিছু খাবারের খোঁজ করছেন? পুষ্টিবিদরা বলেন, সারা রাত ওট্‌স ভিজিয়ে রেখে খাওয়া বেশি ভালো। রইল ওটসের তেমনই কিছু রেসিপির হদিস।


ওট্‌স ফাজ: আধ কাপ ওট্‌স এবং এক টেবিল চামচ চিয়া বীজ একটি কাচের জারে ভরে এক কাপ দুধ দিয়ে ভিজিয়ে রাখুন। এক টেবিল চামচ পিনাট বাটার ও এক টেবিল চামচ মেপ‌ল সিরাপ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। কাচের বয়ামে ঢাকনা লাগিয়ে সারা রাত ফ্রিজে রাখুন। সকালে পছন্দের ফল ও বাদাম কুচি ছড়িয়ে সেরে ফেলুন প্রাতরাশ।


চকলেট-বানানা ওট্‌স: একটি পাত্রে অর্ধেকটা কলা নিয়ে ভালো করে মেখে নিন। তাতে আধ কাপ ওট্‌স, এক কাপ দুধ, এক চামচ কোকো পাউডার, এক চামচ চিয়া বীজ, দুই চামচ গ্রিক ইয়োগার্ট, দুই চামচ মেপল সিরাপ দিয়ে ভাল করে মিশিয়ে একটি ঢাকা দেওয়া কাচের পাত্রে ভরে ফ্রিজে রেখে পরের দিন সকালে খেতে পারেন।


ওট্‌স পিনাকোলাডা: একটি পাত্রে ওট্‌স নিয়ে তাতে এক চামচ চিয়া বীজ, এক চামজ শুকনো নারকেল গুঁড়া, এক কাপ আনারস, আধ কাপ নারেলের দুধ, দুই চামচ গ্রিক ইয়োগার্ট, দুই চামচ মধু, কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স ভালো করে মিশিয়ে নিন। একটি কাচের গ্লাসে ঢেলে ফ্রিজে রাখুন। ঘণ্টা চারেক পরে ঠান্ডা ঠান্ডা চেখে দেখুন পিনাকোলাডা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.