বাড়ির কাজে চূড়ান্ত ফাঁকিবাজ এই চার রাশির জাতকরা! চিনে নিন
ODD বাংলা ডেস্ক: আমরা প্রত্যেকেই কাজ থেকে একটু ছুটি চাই। প্রতিদিনের দৌড়ঝাপ থেকে অবসর নিয়ে ল্যাদ খাওয়ার চিন্তা সকলের মাথাতেই থাকে। অফিস থেকে এক অথবা দুদিনের সাপ্তাহিক ছুটি পেলেও বাড়ির কাজের কোনও ছুটিই নেই। রান্নাবান্না, ঘরদোর পরিষ্কার, বাজার করতে যাওয়া, এ সবই রোজ করতে হয় এবং তা আমরা অনেকেই হাসি মুখে করে যাই। কিন্তু আমাদের মাঝেই এমন কিছু ব্যক্তি আছে, যাঁদের বাড়ির কাজ করতে বললেই জ্বর আসে। কোনও কোনও অজুহাতে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। জ্যোতিষ মতে এমন কিছু রাশি রয়েছে, যার জাতকরা কোনও মতেই বাড়ির কাজ করতে চান না। কোন কোন রাশির এই হাল? জেনে নিন এখানে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকরা উচ্চাকাঙ্খী এবং এঁরা নিজের জন্য বড়সড় লক্ষ্য নির্ধারণ করে রাখেন। এই রাশির জাতকরা সমস্ত কিছু অনুভব করতে পারেন, পাশাপাশি উজ্জ্বল এঁরা। কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের এই স্বভাবকে কাজে লাগানোর প্রয়োজন অনুভব করেন না এই রাশির জাতকরা। বাড়ির কাজে নিজের ঘাম ঝরাতে এক্কেবারই প্রস্তুত নন এই রাশির জাতকরা। কিন্তু মা-বাবার নির্দেশে দ্রুত বাড়ির কাজকর্ম সেরে ফেলতে পারেন এই রাশির জাতকরা। তবে এটি শুধুমাত্র চাপে পড়ে, এতে এঁদের বিন্দুমাত্র ইচ্ছা থাকে না।
কর্কট রাশি
রাজার হালে জীবনযাপন করতে ভালোবাসেন এই রাশির জাতকরা। এঁরা মনে করেন যে, মুখে রুপোর চামচ নিয়ে তাঁদের জন্ম হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন, চকচকে ঘর পছন্দ করেন কর্কট রাশির জাতকরা। কিন্তু এই কাজে বিন্দুমাত্র পরিশ্রম করতে রাজি নন তাঁরা। তবে এই রাশির জাতকরা সৃজনশীল ও যোগ্য, কিন্তু এঁদের গড়িমসি করার স্বভাব তাঁদের চরিত্রের ইতিবাচক দিকটিকে ঢাকা দিয়ে দেয়। বাড়ির কাজ এড়িয়ে যাওয়ার সমস্ত ধরনের পন্থা অবলম্বন করেন এই রাশির জাতকরা।
সিংহ রাশি
এই রাশির জাতক বা জাতিকাকে দিয়ে বাড়ির কাজ করানো অত্যন্ত কঠিন। পরিবারের অন্য সদস্যরা তাঁদের জন্য কাজ করবে, এটিই কামনা করেন সিংহ রাশির জাতকরা। জ্যোতিষ বলছে এই রাশির জাতকরা এতই উৎসাহী ও সৃজনশীল যে নিজে কাজ না-করার নিত্যনতুন পন্থা বের করতে থাকেন। শুধু তাই নয়, অন্যকে ম্যানিপুলেট করে কী ভাবে তাঁদের দিয়ে নিজের কাজ করিয়ে নেওয়া যায়, তা-ও এঁদের ভালো ভাবেই জানা। কঠিন পরিশ্রমী না-হলেও মিষ্টি মিষ্টি কথায় সমস্ত কিছু করিয়ে নিতে পারে এই রাশির জাতকরা।
মকর রাশি
বহু মকর রাশির জাতকরাই মনে করেন যে, তাঁরা বাড়ির দৈনন্দিন কাজ করার জন্য পৃথিবীতে আসেননি। আরও স্পষ্ট ভাবে বলতে গেলে, বাড়ির কাজ করা তাঁদের জন্য গোলামির সমান এবং তা এঁরা এক্কেবারেই করতে চান না। রান্না, ঘর পরিষ্কার করা হোক বা অন্য় কোনও কাজই করা হোক না-কেন, এঁরা মনে করেন যে এই কাজগুলি তাঁদের যোগ্যই নয়। শুধুমাত্র সুখী ও বিলাসবহুল জীবনযাপনের জন্যই তাঁরা এসেছেন।
Post a Comment