কথায় কথায় কান্নাকাটি করে, এই চার রাশির ছেলে মেয়েরা আবেগপ্রবণ স্বভাবের হন
ODD বাংলা ডেস্ক: তেমনই কেউ শান্ত। তো কেউ উদ্ধত। কেউ চঞ্চল তো কেউ উদ্ধত। কেউ স্পষ্টবক্তা তো কেউ নিশ্চুপ। কেউ দয়ালু ও পরোপকারী তেমনই কেউ কঠিন ও স্বার্থপর। তেমনই কেউ কঠোর মনের হন তো কেউ আবেগপ্রবণ। আজ রইল চার রাশির কথা। এই চার রাশির ছেলে মেয়েরা কথায় কথায় কান্নাকাটি করেন। আবেগপ্রবণ স্বভাবের হয়ে থাকেন এই চার রাশির ছেলে মেয়েরা। দেখে নিন কারা এমন স্বভাবের হন। সংবেদনশীল স্বভাবের হয়ে থাকেন এই চার রাশি।
মেষ রাশি
রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা আবেগপ্রবণ স্বভাবের হয়ে থাকেন। এরা অল্প দুঃখ পেলেই কাঁদতে শুরু করে দেন। কথায় কথায় চোখে জল চলে আসে এদের।
মিথুন রাশি
রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এই রাশির ছেলে মেয়েরাও এমন স্বভাবের। এদের দ্বৈত ব্যক্তিত্ব আছে। এরা নিজের ভুল স্বীকার করতে পারেন না। এরা হেরে গেলেই কাঁদতে শুরু করে দেয়। এদের সঙ্গে সম্পর্কে জড়ালে সতর্ক হন।
তুলা রাশি
এই রাশির ছেলে মেয়েরা খুবই আবেগপ্রবণ হয়ে থাকেন। রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশির ছেলে মেয়েরাও এমন স্বভাবের হয়ে থাকেন। এই রাশির ছেলে মেয়েরা কথায় কথায় কান্নাকাটি করেন। এরা কথায় কথায় রেগে যান। এরা হেরে গেলে কান্না কাটি করেন।
মীন রাশি
রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। এরাও অবেগপ্রবণ স্বভাবের হন। এরা সংবেদনশীল স্বভাবের হন। এরা কথা কথায় কাঁদতে থাকেন। সামান্য দুঃখ হলে এরা কাঁদতে শুরু করে দেন। আবেগপ্রবণ স্বভাবের হন এই রাশির ছেলে মেয়েরা।
শাস্ত্র মতে, আমরা সকলে আলাদা। আমাদের সকলের স্বভাব ও ভাবনা চিন্তা সম্পূর্ণ ভিন্ন। কেউ কঠোর মনের তো কেউ সংবেদনশীল স্বভাবের হয়ে থাকেন এই চার রাশি। সেই অনুসারে, এই চার রাশির ছেলে মেয়েরা সকলের থেকে আলাদা। এরা কথায় কথায় কান্না জুড়ে দেন। এদের ধৈর্যও কম থাকে। এরা সহজে নিজের ভুল স্বীকার করতে পারেন না। এরা হেরে গেলে কান্নাকাটি শুরু করে দেন। তেমনই, সামান্য দুঃখ পেলে এরা নিজের আবেগ ধরে রাখতে পারেন না।
Post a Comment