সম্পর্কে সহজে মানিয়ে নিতে পারেন না এরা, এই চার রাশির প্রেম জীবন হয় জটিলতা

 


ODD বাংলা ডেস্ক: সম্পর্ক নিয়ে সকলের মানসিকতা ভিন্ন। সকলেই চান যেন তার প্রেমের সম্পর্ক সুন্দর হয়। কিন্তু, সেই সম্পর্ক সুন্দর করার পিছনে সকলের ভূমিকা থাকে ভিন্ন। কেউ প্রেম গাঢ় করতে সারাক্ষণ পরিশ্রম করে চলেছেন তো কেউ ভালোবাসার মানুষকে তেমন গুরুত্ব দেন না। কেউ পার্টনারকে ভালো রাখার জন্য কঠিন পরিশ্রম করেন তো কেউ নিজের ইচ্ছা তার ওপর চাপিয়ে দেন। কেউ সম্পর্ক সুন্দর করতে নানান ত্যাগ করে থাকেন তো কেউ নয়। আজ রইল চার রাশির মানসিকতার কথা। সম্পর্কে সহজে মানিয়ে নিতে পারেন না এরা, এই চার রাশির প্রেম জীবন হয় জটিল। এদের ভুলেই সম্পর্কে দেখা দেয় নানান অশান্তি। এদের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সতর্ক হন।


বৃষ রাশি


রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এদের কাছে সামান্য মানিয়ে নেওয়াও কঠিন হয়ে দাঁড়ায়। এই রাশির ছেলে মেয়েদের সম্পর্কে ইগোর লড়াই দেখা যায়। এরা পার্টনারের সঙ্গে একেবারেই মানিয়ে নিতে পারেন না।


সিংহ রাশি


রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এদের প্রেমের সম্পর্ক জটিল হয়ে থাকে। এই রাশির ছেলে মেয়েরা সহজে কারও সঙ্গে মানিয়ে নিতে পারেন না। এদের কাছে মানিয়ে নেওয়ার অর্থ ত্যাগ করা। সে কারণে এদের সম্পর্কে দেখা দেয় নানান সমস্যা। 


বৃশ্চিক রাশি


রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরাও বাকি রাশির মতো। সম্পর্কে সহজে মানিয়ে নিতে পারেন না এরা। এই রাশির ছেলে মেয়েরা সকলের থেকে আলাদা। এরা একেবারে কারও সঙ্গে মানিয়ে নিতে পারেন না। এরা চান সকলে এদের কথায় চলুক। সে কারণে এদের সম্পর্কে দেখা দেয় নানান জটিলতা। মেনে চলুন শাস্ত্র মত।


কুম্ভ রাশি


রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা শনি। এরাও বাকি তিন রাশির ছেলে মেয়েদের মতো। এই রাশির ছেলে মেয়েদের দাম্পত্য হোক কিংবা প্রেমের সম্পর্ক জটিল হয়। এরা মনে করেন, সকলে এদের জন্য ত্যাগ করবে। কিন্তু, এরা কারও জন্য কিছু করতে চান না। এই রাশির ছেলে মেয়েরা জেদি স্বভাবের হন। সম্পর্কে নিজের আধিপত্য বজায় রাখতে চান। পার্টনারের ইচ্ছাকে তেমন গুরুত্ব দেন না এরা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.