বন্ধুত্ব বজায় রাখতে পারেন না, এরা দূরত্ব বাড়লেই ভুলতে বসেন বন্ধুদের
ODD বাংলা ডেস্ক: বন্ধুত্ব নিয়ে সকলের মনের ভাবনা ভিন্ন। কেউ সহজে বন্ধু তৈরি করত পারেন তো কেউ পারেন না। কেউ পরিবারের তুলনায় বন্ধুদের সঙ্গে বেশি পছন্দ করেন তো কেউ নয়। তেমনই কেউ বন্ধুদের সঙ্গে বরাবর সম্পর্ক রেখে চলেন তো কেউ পিছ ঘুরলেই ভুলে যান। আজ রইল চার রাশির কথা। বন্ধুত্ব বজায় রাখতে পারেন না, এরা দূরত্ব বাড়লেই ভুলতে বসেন বন্ধুদের। কারও সঙ্গে বন্ধুত্ব রাখতে হলে কঠিন পরিশ্রম করতে হয় এদের।
কর্কট রাশি
রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এরা সংবেদনশীল মানসিকতার অধিকারী। এরা বন্ধুত্ব রাখার ব্যাপারে একেবারে দুর্বল। বন্ধুত্ব বজায় রাখতে পারেন না এই সকল রাশির ছেলে মেয়েরা।
তুলা রাশি
রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। এরা একা থাকতেই ভালোবাসেন। বন্ধুত্ব বেশিদিন টেকে না এদের। এরা স্পর্শকাতর স্বভাবের হন। এদের কেউ কিছু বললে চটজলদি খারাপ ভেবে ফেলেন এরা। দ্রুত বন্ধুদের সঙ্গে ভুলবোঝা বুঝি তৈরি হয়।
বৃশ্চিক রাশি
রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলতে পানে না এরা। বন্ধুদের সঙ্গে সম্পর্ক তেমন গাঢ় হয় না এদের। বন্ধুত্ব সঙ্গে মানিয়ে থাকতে পারেন না এরা। সে কারণে এদের তেমন বন্ধুও থাকে না।
মকর রাশি
রাশি চক্রের দশম রাশি মকর। এই রাশির অধিকর্তা গ্রহ হল শনি। বন্ধুদের সঙ্গে সময় কাটানো এদের কাছে সময় অপচয় করার সমান। সে কারণে এদের তেমন বন্ধু থাকে না। এই রাশির ছেলে মেয়েদের ছাত্রজীবন হোক কিংবা কর্মজীবন কোথাও তেমন বন্ধু হয় না।
বৈদিক শাস্ত্রে রয়েছে, ১২টি রাশির উল্লেখ। এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে আমরা সকলে একে অপরের থেকে আলাদা। আমরা কেউ শান্ত, কেউ উদ্ধত। কেউ চঞ্চল তো কেউ ধূর্ত। কেউ চালাক তো কেউ বোকা। এমনই কেউ সকরেল সঙ্গে থাকতে পারেন তো কেউ নয়। সকলের থেকে আলাদা হন এই চার রাশির ছেলে মেয়েরা। শাস্ত্র মতে, বন্ধুত্ব বজায় রাখতে পারেন না, এরা দূরত্ব বাড়লেই ভুলতে বসেন বন্ধুদের। বন্ধুদের সঙ্গে মিলে মিশে থাকাতে পারেন না এই চার রাশির ছেলে মেয়েরা।
Post a Comment