যে কোনও সমস্যায় পড়লে বন্ধুকে ফোন করেন, বেস্টফ্রন্ডের ওপর নির্ভরশীল হন এই চার রাশি
ODD বাংলা ডেস্ক: বন্ধুত্ব নিয়ে সকলের আলাদা ভাবনা। কেউ বন্ধুদের ওপর অধিক নির্ভরশীল হন, তো কেউ তেমন বন্ধু সঙ্গ পছন্দ করেন না। তেমনই কেউ সহজে বন্ধু তৈরি করতে পারেন, তো কেউ পারেন না। আজ রইল কয় রাশির ছেলে মেয়েদার কথা। যে কোনও সমস্যায় পড়লে বন্ধুকে ফোন করেন, বেস্টফ্রন্ডের ওপর নির্ভরশীল হন এই চার রাশি। দেখে নিন তালিকায় কে কে আছেন।
ধনু রাশি
রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এরা সহজে বন্ধু তৈরি করতে পারেন। আর বন্ধুদের ওপর অধিক নির্ভরশীল হন এরা। যে কোনও বিপদে পড়লে বন্ধুদের সাহায্য নিয়ে থাকেন। এরা সারাদিনের যখন তখন বন্ধুদের ফোন করেন। প্রিয় বন্ধুকে খুবই বিশ্বাস করেন এরা।
মিথুন রাশি
রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। স্থায়ী বন্ধু গড়ে তুলতে এক্সপার্ট এরা। বন্ধুদের সঙ্গে সব সময় ভালো সম্পর্ক রেখে চলেন। ছোট বয়স থেকেই এদের একজন প্রিয় বন্ধু থাকেন। যার ওপর অধিক নির্ভরশীল হন এরা। এমনকী, প্রেম জীবনের কোনও সিদ্ধান্ত নেওয়ার আগেও বন্ধুর কথা শোনের এই রাশির ছেলে মেয়েরা।
তুলা রাশি
রাশি চক্রের সপ্তম রাশি হল তুলা। এই রাশি অধিকর্তা গ্রহ হল শুক্র। এরাও বাকি দুই রাশির মতো। দীর্ঘমেয়াদী সম্পর্কে যুক্ত থাকেন এরা। তা সে প্রেমের সম্পর্ক হোক আর বন্ধুত্বের। ছোট বয়স থেকে এদের একজন প্রিয় বন্ধু থাকে। যার ওপর এরা নির্ভরশীল হয়ে থাকেন। এরা বন্ধুর সব কথা বিশ্বের করেন। বন্ধুর সকল কাজে তাকে সাহায্য করেন। এমনকী নিজের সব দরকারে বন্ধুর সাহায্য চেয়ে থাকেন।
বৃষ রাশি
রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এরাও বাকি রাশিদের মতো। যে কোনও সমস্যায় পড়লে বন্ধুকে ফোন করেন, বেস্টফ্রন্ডের ওপর নির্ভরশীল হন এই চার রাশি।
বৈদিক শাস্ত্রে রয়েছে, ১২টি রাশির উল্লেখ। এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে আমরা সকলে একে অপরের থেকে আলাদা। আমরা কেউ শান্ত, কেউ উদ্ধত। কেউ চঞ্চল তো কেউ ধূর্ত। কেউ চালাক তো কেউ বোকা। এমন কারণের বন্ধুত্ব নিয়ে মানসিকতার পার্থক্য রয়েছে আমাদের। যে কোনও সমস্যায় পড়লে বন্ধুকে ফোন করেন এরা এমন স্বভাবের হন।
Post a Comment