‘শরীর ভাল নেই, বুকে ব্যথা’, গত তিনমাসে ৯ কেজি ওজন কমল অনুব্রত মণ্ডলের
ODD বাংলা ডেস্ক: ছ’মাসেরও বেশি সময় ধরে জেলবন্দি অনুব্রত মণ্ডল। বারবার আদালতে জামিনের আবেদনই সার। এখনও মেলেনি জামিন। তারই মাঝে শরীরও ভাল নেই বীরভূম জেলা তৃণমূল সভাপতির। তাই সোমবার আসানসোল সংশোধনাগার থেকে সোজা হাসপাতালে অনুব্রত। সংশোধনাগার থেকে বেরিয়ে তিনি জানান, “শরীর ভাল নেই।” হাসপাতালে ঢোকার মুখে বুকে ব্যথার কথাও জানান তিনি। দিন দিন ওজন কমছে তাঁর। গত তিনমাসে ৯ কেজি ওজন কমল অনুব্রতর। ফিসচুলার সমস্যা নিয়ে জেলা হাসপাতালের জরুরি বিভাগে এসেছিলেন অনুব্রত মণ্ডল। প্রায় এক ঘন্টা ধরে হাসপাতালের জরুরি বিভাগের পাশে স্পেশ্যাল অবজার্ভেশন রুমে তাঁর স্বাস্থ্যপরীক্ষা হয়। হাসপাতাল সুপার ইনচার্জ উত্তম কুমার রায় জানান, অনুব্রতকে হাসপাতালে ভরতি করার কোনও প্রয়োজনীয়তা নেই। অর্শে ক্ষত তৈরি হয়েছিল। তবে বাকি সবই ঠিকঠাক রয়েছে।
Post a Comment