'মাতাল-লম্পট... মহিলা নিয়ে ফূর্তি করে!' সৌমিত্রর বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ সুজাতার
ODD বাংলা ডেস্ক: বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও তাঁর তৃণমূল নেত্রী স্ত্রী সুজাতা মণ্ডল সম্পর্কে নয়া মোড়। 'বিবাহ বিচ্ছেদে'র আইনি লড়াইয়ের মাঝে 'প্রাক্তন' হতে যাওয়া স্বামীর বিরুদ্ধে সোশাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করলেন সুজাতা। বিস্ফোরক পোস্টে না না করে সৌমিত্রর নৈতিক চরিত্র নিয়ে আক্রমণ করার পাশাপাশি তাঁকে মাতাল লম্পট বলেও আক্রমণ করে তৃণমূলের এই নেত্রী।ফেসবুক বিস্ফোরক পোস্টে সুজাতা সৌমিত্রের নীতিগত চরিত্র নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন। তিনি এমনকী মানুষ আগামী নির্বাচনে তাঁকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেবেন বলেও দাবি করেছেন সুজাতা। ফেসবুক পোস্টে তিনি লেখেন, "বিধবার দৌলতে আগামীদিনে জুটবে না পরনে কাছা/তাই MP বুঝেশুনে মরণের আগেভাগেই গলায় দিয়েছে গামছা।। আগে আগে দেখো ইয়ে পাগল কা হোতা হ্যায় ক্যায়া।"
Post a Comment