প্রসব জটিলতায় প্রতি ২ মিনিটে মৃত্যু হয় একজন মহিলার! রাষ্ট্রসংঘের রিপোর্টে উদ্বেগ

ODD বাংলা ডেস্ক: গর্ভকালীন সমস্যায় বা প্রসব জটিলতায় গোটা বিশ্বে প্রতি ২ মিনিটে একজন মহিলার মৃত্যু হয়, জানাল রাষ্ট্রসংঘ। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও রাষ্ট্রসংঘের রিপোর্টে জানানো হয়েছে, গত ২০ বছরে গর্ভবতী মেয়েদের মৃত্যুর হার এক-তৃতীয়াংশ কমেছে।বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রাষ্ট্রসংঘের বেশ কয়েকটি শাখা সংস্থার সমন্বয়ে তৈরি প্রতিবেদন। সেখানে জানানো হয়েছে, ২০০০ থেকে ২০১৫ সাল পর্যন্ত গর্ভবতী মহিলাদের মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত তা মোটামুটি একই ছিল। যদিও কিছু অঞ্চলে গর্ভবতীদের মৃত্যুর হার বেড়েছে।রাষ্ট্রসংঘের রিপোর্ট বলছে, গত ২০ বছরে সার্বিকভাবে গর্ভকালীন সমস্যায় অথবা প্রসব জটিলতায় মহিলাদের মৃত্যুর হার ৩৪.৩ শতাংশ কমেছে। প্রতি ১ লক্ষে ৩৩৯ জন গর্ভবতী মহিলার মৃত্যু হয়েছে ২০০০ সালে। ২০২০ সালে তা কমে হয়েছে প্রতি ১ লক্ষে ২২৩ জন। অর্থাৎ ২০২০ সালে দৈনিক ৮০০ সন্তানসম্ভবা নারীর মৃত্যু হয়েছে। যার অর্থ গর্ভকালীন বা প্রসব জটিলতায় প্রতি ২ মিনিটে ১ জন মহিলার মৃত্যু। এই পরিসংখ্যান সুখের নয়, বলা বাহুল্য।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.