এই কয় উপায় ব্যবহার করুন অ্যালোভেরা জেল, দূর হবে স্ট্রেচ মার্কের সমস্যা
ODD বাংলা ডেস্ক: হাতে, পায়ে কিংবা শরীরের অন্যান্য অংশে অনেকেরই স্ট্রেচ মার্ক। এই স্ট্রেচ মার্ক সব সময় সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই নানান পণ্য ব্যবহার করেন। বাজারে নিত্য নতুন পণ্য আছে স্ট্রেচ মার্ক দূর করার। এই সবের ব্যবহারে সব সময় যে উপকার হয় তা নয়। আজ রইল ঘরোয়া প্যাকে হদিশ। অনেকেই স্ট্রেচ মার্ক দূর করতে অ্যালোভেরা জেল ব্যবহার করে থাকেন। এবার অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন বিশেষ প্যাক। এতে ত্বকে স্ট্রেচ মার্কের সমস্যা দূর হবে।
অ্যালোভেরা জেল ও নারকেল তেল মিশিয়ে প্যাক বানান। একটি অ্যালোভেরা গাছের পাতা কেট জেল বের করে নিন। এবার তা ব্লেন্ড করে নিন। এবার সেই জুসের সঙ্গে মেশান নারকেল তেল। মিশ্রণটি স্ট্রেচ মার্কের ওপর লাগান। নির্দিষ্ট সময় পর ধুয়ে নিন। প্রতিদিন ব্যবহারে মিলবে উপকার।
অ্যালোভেরা জেল ও ভিটামিন ই ক্যাপসুল দিয়ে প্যাক বানান। একটি অ্যালোভেরা গাছের পাতা কেট জেল বের করে নিন। এবার তা ব্লেন্ড করে নিন। এবার সেই জুসের সঙ্গে মেশান ভিটামিন ই ক্যাপসুল। এবার তা স্ট্রেচ মার্কের ওপর লাগান। নির্দিষ্ট সময় পর ধুয়ে নিন। প্রতিদিন ব্যবহারে মিলবে উপকার।
অ্যালোভেরা জেল ও কফি দিয়ে প্যাক বানান। একটি অ্যালোভেরা গাছের পাতা কেট জেল বের করে নিন। এবার তা ব্লেন্ড করে নিন। এবার সেই জুসের সঙ্গে মেশান কফি । এবার তা স্ট্রেচ মার্কের ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।
অ্যালোভেরা জেল ও লেবুর রস দিয়ে প্যাক বানাতে পারেন। প্রথমে একটি পাত্রে অ্যালোভেরা জেল নিন। এতে মেশান পরিমাণ মতো লেবুর রস। এবার তা স্ট্রেচ মার্কের ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।
অ্যালোভেরা জেল ও অলিভ অয়েল দিয়ে প্যাক বানান। অ্যালোভেরা জেলের সঙ্গে মেশান অলিভ অয়েল। তা স্ট্রেচ মার্কের ওপর লাগান। হালকা করে ম্যাসাজ করুন। এবার ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে নিন। এতে মিলবে উপকার। এই উপায় ব্যবহার করুন অ্যালোভেরা জেল। এটি দ্রুত দূর করবে স্ট্রেচ মার্কের সমস্যা। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার। অ্যালোভেরা জেলে রয়েছে নানা উপকারী উপাদান। যা ত্বকের সমস্যা দূর করে।
Post a Comment