চুলের যত্নে ব্যবহার করুন সয়াবিন তেল, শুধু চুল পড়া নয় সঙ্গে দূর হবে এই পাঁচ সমস্যা
ODD বাংলা ডেস্ক: চুলের যত্নে বিভিন্ন রকম তেলের ব্যবহার হয়ে আসছে বহু দিন ধরে। কেউ ব্যবহার করেন নারকেল তেল। কেউ লাগান আমন্ড অয়েস তো কেউ ব্যবহার করে থাকেন সরষের তেল। এছাড়া, অ্যাভোকাডো অয়েল, সেসমি অয়েলের মতো তেলের ব্যবহারও করে থাকেন অনেকে। তবে, এবার চুলের যত্নে ব্যবহার করতে পারেন সয়াবিন তেল। এই তেলে রয়েছে নানান উপকারী উপাদান। সয়াবিন তেলের ব্যবহারে মিলবে এই পাঁচ উপকার। দেখে নিন কী কী।
চুলকে গভীর ভাবে কন্ডিশনিং করে সয়াবিন তেল। এতে প্রচুর প্রোটিন আছে। যা চুলকে হাইড্রেট করে। তেমনই এতে থাকা ফাইবার চুলের জন্য বেশ উপকারী। তাই সপ্তাহে অন্তত ৩ দিন সয়াবিন তেল দিয়ে মালিশ করতে পারেন। এতে মিলবে উপকার।
চুলে পুষ্টি জোগাতে ব্যবহার করুন এই তেল। এই তেল দিয়ে নিয়মিত মালিশ করুন। এতে চুলের ফলিকলগুলোর ভিতরে পুষ্টির জোগান ঘটবে। মেনে চলুন এই বিশেষ টিপস। চুলে পুষ্টি জোগাতে বেশ উপকারী সয়াবিন তেল।
চুলের কিউটিকলগুলোকে মসৃণ করে সয়াবিন তেল। এই তেল দিয়ে নিয়মিত মালিশ করলে চুল মসৃণ ও নরম হয়। চুলে আসে জেল্লা। তাই চুল সাইন করাতে চাইলে মেনে চলুন এই সকল টিপস।
চুলের গঠন উন্নত করতে চাইলে ব্যবহার করতে পারেন সয়াবিন তেল। এই তেলে রয়েছে নানা উপকারী উপাদান। যা চুলকে ময়েশ্চরাইজ করে। সঙ্গে চুলে জোগায় পুষ্টি। তাই মেনে চলুন এই সকল বিশেষ টিপস।
চুলের ঘনত্ব বৃদ্ধিতে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। সয়াবিন তেল ম্যাসাজে মিলবে উপকার। চুল পড়ার সমস্যা যাদের অধিক দেখা যায়। তেমনই চুলের ঘনত্ব বৃদ্ধিতে ব্যবহার করুন সয়াবিন তেল।
মাথার ত্বকের প্রদাহ কমাতে ব্যবহার করতে পারেন সয়াবিন তেল। এই তেলে আছে নানান উপকারী উপাদান। তাই সয়াবিন তেল দিয়ে ম্যাসাজ করতে স্ক্যাল্পে রক্ত চলাচল ঠিক হয় সঙ্গে প্রদাহের সমস্যা থেকে মিলবে মুক্তি। মেনে চলুন এই সকল বিশেষ টিপস।
চুল নিয়ে নানান সমস্যা লেগে থাকে। চুল পড়া, খুশকি থেকে রুক্ষ্ম চুলের সমস্যায় ভুগে থাকেন অনেকে। চুলের এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করুন সয়াবিন তেল। এই তেল দিয়ে নিয়মিত স্ক্যাল্পে ম্যাসাজ করতে চুল হবে মজবুত। চুলে আসবে জেল্লা। মেনে চলুন এই সকল টিপস। এতে মিলবে উপকার।
Post a Comment