এই ৫ রাশির যুবতীই সেরা প্রেমিকা! চেনেন এমন কাউকে?
ODD বাংলা ডেস্ক: সামনেই ভ্যালেন্টাইন্স ডে, এ সময় কেউ কেউ নিজের প্রেম নিবেদন করবেন, কেউ প্রেমীর সঙ্গে সময় কাটাবেন। আবার যাঁদের জীবনে এখনও ভালোবাসা কড়া নাড়েনি, তাঁরা নিজের মনের মানুষের খোঁজ চালয়ে যাবেন। প্রতিটি পুরুষই নিজের মনে আদর্শ প্রেমিকার ছবি এঁকে রাখেন। তাঁকে সবার চেয়ে বেশি ভালোবাসবে, তাঁর যত্ন করবে, এমনকি জীবনের প্রতিটি পদে তাঁর পাশে এসে দাঁড়াবে, এমনই প্রেমিকা চান সমস্ত পুরুষ। ভালো প্রেমিকা হওয়া সেই যুবতীর নিজস্ব স্বভাব ও ব্যক্তিত্বের ওপর নির্ভর করে। আর এই স্বভাব ও ব্যক্তিত্বের জন্য দায়ী থাকে তাঁর রাশি ও সেই রাশির অধিপতি গ্রহ। জ্যোতিষ মতে প্রতিটি ব্যক্তির রাশি অনুযায়ী তাঁদের স্বভাবের বিভিন্ন দিক প্রকাশ্যে আসে। এই রাশির মাধ্যমে আগেভাগে যে কোনও ব্যক্তির স্বভাব সম্পর্কে জানা যায়। এখানে এমনই পাঁচটি রাশির মেয়েদের উল্লেখ করা হল, যাঁরা সেরা প্রেমিকা হতে পারেন। ভ্যালেন্টাইন্স ডে-র আগে জেনে নিন, কোন পাঁচ রাশির জাতিকাদের মধ্য়ে সেরা প্রেমিকা হওয়ার সমস্ত গুণ রয়েছে, জেনে নিন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতিকারা দৃঢ় ও স্বাধীন মনোভাবাপন্ন হয়ে থাকেন। এঁদের চরিত্রের আকর্ষক দিকটি হল এঁরা বাইরে থেকে দেখলে কঠিন মনে হবে। কিন্তু এঁদের অন্তর এক্কেবারে কোমল। এঁদের মনে প্রচুর ভালোবাসা থাকে। আবার এই রাশির জাতিকারা যত্নবানও হন। নিজের প্রেমিককে বিশেষ অনুভূতি প্রদানের জন্য সমস্ত কিছু করতে পারেন এঁরা। জ্যোতিষ বলছে, বৃষ জাতিকারা মন-প্রাণ দিয়ে সম্পর্কে জড়ান। সেই সম্পর্কটিকে দীর্ঘজীবী করার জন্য সমস্ত ধরনের চেষ্টা করে যান। অত্যন্ত অনুগত হন। সম্পর্ক যদি কখনও খারাপের দিকেও এগোয়, তা সত্ত্বেও বৃষ প্রেমিকারা সঙ্গীকে ঠকানোর কথা মাথাতেও আনেন না। আপনার প্রেমিকার রাশি বৃষ হলে দীর্ঘ ও স্থায়ী প্রেম সম্পর্ক উপহারে পাবেন।
কর্কট রাশি
এই রাশির জাতিকারা সেরা প্রেমিকাদের মধ্যে অন্যতম। এঁরা মন খুলে ভালোবাসাকে অনুভব করেন। উদার হন এই রাশির প্রেমিকারা। নিজের প্রেমিকের সুখ, সৌভাগ্য, সাফল্য, সুস্বাস্থ্য সুনিশ্চিত করাই এঁদের প্রধান উদ্দেশ্য। কর্কট প্রেমিকার ভালোবাসার ছায়ায় সুখে থাকতে পারেন আপনারা। জীবনের সমস্ত ভালো কিছু দিয়ে নিজের সঙ্গীকে সমৃদ্ধ করতে পারেন এঁরা। আপনার জন্য এমন অনেক কিছুই করবেন, যা আপনাকে 'বিগড়ে' দেবে। কোন পুরুষ এমন ভালোবাসায় নিজেকে নষ্ট করতে চাইবেন না, বলতে পারেন?
তুলা রাশি
জ্যোতিষ বলছে এই রাশির জাতিকারা সমাজে সহজেই সকলের সঙ্গে মেলামেশা করতে পারে। এ কারণে এঁরা প্রেম সম্পর্কেও সঙ্গীর সঙ্গে হাসি-খুশির মধ্য দিয়েই সময় কাটাতে পারেন। সম্পর্কের মধ্যে ভালোবাসার আগুন জ্বালিয়ে রাখতে পটু এঁরা। নিজের হাস্যরস, রোম্যান্টিক ব্যবহার এবং চার্মের সাহায্য়ে প্রেম সম্পর্কে সতেজ রাখেন এঁরা। একবার প্রেম নিবেদনের পর যে এঁরা নিজের প্রেমিকের সঙ্গে ফ্লার্ট করা বন্ধ করে দেবেন না, তা আগে থেকেই জেনে রাখুন। মাসের পর মাস কেটে গেলেও এঁরা প্রেমিকের সঙ্গে ফ্লার্ট করবেনই। কঠিন সময়ে সঙ্গীর পাশে থাকেন তুলা রাশির জাতিকারা।
ধনু রাশি
ধনু রাশির জাতিকারা সেরা প্রেমিকার পাশাপাশি আপনাদের প্রিয় বন্ধু হতে পারেন। বন্ধুবান্ধবদের সঙ্গে যা যা করেন, সে সবই ধনু প্রেমিকার সঙ্গেও করতে পারেন। এর জন্য তাঁরা আপনাকে কোনও অভিযোগ জানাবেন না বা বিরক্তিতে ঘ্যান ঘ্যানও করবেন না। ধনু প্রেমিকা নিজেকে সঙ্গীর জন্য বোঝা করে তোলেন না। কোনও প্রচেষ্টা ছাড়াই এঁদের সঙ্গে সুন্দর প্রেম সম্পর্ক গড়ে তোলা যায়। এমন স্বভাব প্রতিটি পুরুষই ভালোবাসেন। ধনু প্রেমিকারা আপনার হাস্যকৌতুক উপভোগ করবেন, এমনকি সমস্ত পাগলামিতে আপনার পাশে থাকবেন।
মকর রাশি
এই রাশির জাতিকারা বাস্তববাদী হন। জ্যোতিষ বলছে মকর রাশির জাতিকারা ভালো প্রেমিকা হতে পারেন। কারণ বাস্তববাদী স্বভাবের কারণে এঁরা সবদিক চিন্তাভাবনা করে নিজের জন্য সঠিক সঙ্গী নির্বাচন করেন। একবার কাউকে ভালোবেসে ফেললে শেষ সময় পর্যন্ত তাঁদের সঙ্গে থাকেন মকর রাশির জাতিকারা। এমনকি সবার উপরে নিজের প্রেমিককে স্থান দেন এঁরা। প্রেমীর সঙ্গে প্রচুর সময় কাটাতে ভালোবাসেন এঁরা। জীবনে সাফল্য ও আনন্দ কামনা করেন এঁরা। এই স্বপ্নকে বাস্তবায়িত করতে সমস্ত ধরনের পদক্ষেপ করেন। আপনার প্রেমিকা মকর রাশির জাতিকা হলে নিশ্চিন্ত হন, কারণ তাঁরা নিজের সাফল্য ও আনন্দ সুনিশ্চিত করার পাশাপাশি আপনাকে সাফল্যের পথে এগিয়ে যেতে সমান পরিশ্রম ও সাহায্য করবেন। আপনার জীবন আগের চেয়ে সুন্দর করে গড়ে তুলবেন মকর প্রেমিকারা।
Post a Comment