রান্নাঘরে এই জিনিসগুলি রাখবেন না, তাহলে বাড়িতে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা
ODD বাংলা ডেস্ক: আপনার পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য রান্নাঘরের বাস্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ রান্নাঘরে যেকোনও বাড়ি বা পরিবারের কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ। রান্নাঘর দেখেই একটি পরিবারের অবস্থা, চরিত্র বা রুচি বোঝা যায়। আর সেই কারণে রান্নাঘর পরিবারের আর্থিক সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। কারণ হিন্দু জ্যোতিষশাস্ত্রের মতে রান্নাঘরে দেবী লক্ষ্মীর আর অন্নপূর্ণা অধিষ্ঠান করেন। দুই দেবী আর্থিক শ্রীবৃদ্ধির প্রতীক।
পরিবারের আর্থিক সমৃদ্ধি যদি চান তাহলেও ভুলেই রান্নাঘরে এই জিনিসগুলি রাখবেন নাঃ
রান্নাঘরে ঠাকুরঘর বানাবেন না
রান্নাঘরে কখনই মন্দির বা ঠাকুরঘর পুজোর ব্যবস্থা করবেন না। কারণ রান্নাঘরে আমিষ রান্নার পাশাপাশি পেঁয়াজ রসুনেরও ব্যবহার হয়। যা দেবীদের রুষ্ঠ করতে পারে। রান্নাঘরে কখনই ঈশ্বরের মূর্তি স্থাপন করবেন না। তাতে পরিবারের নেগেটিভ এনার্জি বৃদ্ধি পায়।
রান্নাঘরে ওষুধ রাখবেন না
রান্নাঘরে ভুলেও ওষুধ রাখবেন না। হিন্দু জ্যোতিষের ধারনা রান্নাঘরে ওষুধ রাখলে পরিবারের সদস্যরা রুগ্ন হয়। রোগভোগ লেগেই থাকে। খাবারের পরিবর্তে ওষুধ খেতে হয়। গৃহকর্তা সবথেকে বেশি অসুস্থ হয়।
রান্নাঘরে ভাঙা পাত্র রাখবেন না
ভুলেও রান্নাঘরে ভাঙা পাত্র রাখবেন না। বাস্তু অনুসারে ভাঙাপাত্র পরিবারে দারিদ্র ডেকে আনে। বাড়ির সমস্ত পুরনো আর ভাঙা জিনিস বাতিল করুন। তাতে পরিবারে দারিদ্র দূর হবে।
ফ্রিজে রাতভর ময়দা রাখবেন না
বাস্তু অনুসারে ফ্রিজে রাতভর ময়দা মেখে রাখবেন না। এটি বাড়িতে নেতিবাচক শক্তি ডেকে আনে। মাখা ময়দা শারীরিক অসুস্থতার কারণও হতে পারে।
রান্নাঘরে টাকা রাখবেন না
হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী টাকা দেবী লক্ষ্মীর প্রতীক। তাই রান্নাঘরে কখনই টাকা রাখা ঠিক নয়। রান্নাঘরে টাকা রাখলেও তা একটি নির্দিষ্ট স্থানে লোকচক্ষুর অন্তরালে রাখতে হবে।
রান্নাঘর গুছিয়ে রাখতে হবে
রান্নাঘর কখনই অগোছালো অবস্থায় রাখবেন না। দেবী লক্ষ্মী আর অন্নপূর্ণ কুপিত হন। তারা আপনাকে বা আপনার পরিবারকে ত্যাগ করতে পারেন। সেই জন্য রান্নাঘর গুছিয়ে রাখুন আর পরিচ্ছন রাখুন।
Post a Comment