খুশির কথা জানিয়েই কেন Touch Wood বলেন অনেকে? আসল কারণ সত্যিই অবাক করে দেয়!
ODD বাংলা ডেস্ক: আপনি নিশ্চয় দেখেছেন যে আমাদের মধ্যে অনেকেই খুশির কোনও কথা বলার পরেই 'টাচ উড' বলে কাঠের কোনও কিছু স্পর্শ করে নেন। অনেকে এটা অভ্যেসের বশেই করে থাকেন। কিন্তু জানেন কি কেন এমনটা করা হয়ে থাকে? ঠিক কেন এবং কবে থেকে আনন্দের কথা কিছু বলার পরে 'টাচ উড' বলার রীতি প্রচলিত হয়েছে, তা নির্দিষ্ট করে জানা যায় না। তবে এই বিষয়ে কয়েকটি কাহিনি প্রচলিত আছে।
আসলে আনন্দের কথা কিছু বলে আমরা অনেকের নজর লেগে যাবে বলে ভয় পাই। আমাদের সুখে কেউ ঈর্ষাকাতর হয়ে কুদৃষ্টি দিতে পারে বলে আশঙ্কা করা হয়। কাঠ স্পর্শ করে নিলে এই নজর লাগার দোষ কেটে যায় বলে প্রচলিত বিশ্বাস। তখন কেউ খারাপ নজর দিলেও তা আমাদের কোনও ক্ষতি করতে পারবে না। অনেক সময় হাতের কাছে কাঠ না পেলে অনেকে নিজে মাথায় হাত দিয়ে মুখে এই কথাটি বলে নেন।
নির্দিষ্ট ভাবে জানা না গেলেও যিশু খ্রিস্টের জন্মের আগে থেকে 'টাচ উড' বলার রীতি প্রচলিত বলে মনে করা হয়। গাছে পরী এবং ভালো আত্মারা অবস্থান করেন বলে সেই সময় পাশ্চাত্য সংস্কৃতিতে বিশ্বাস করা হত। আনন্দের কথা প্রকাশ করে এই ভালো আত্মাদের স্মরণ করে নিলে তাঁরা আমাদের সুখের পথে কোনও বাধা এলে তা দূর করে দেবেন বলে মনে করা হত। সেই কারণে দু-বার গাছের গুঁড়ি ছুঁয়ে 'টাচ উড' বলে নেওয়ার প্রথা শুরু হয়।প্রথমবার গাছের কাছে কিছু প্রার্থনা করার জন্য এবং দ্বিতীয়বার গাছ এবং গাছে বসবাসকারী ভালো আত্মাদের ধন্যবাদ দেওয়ার জন্য।পরবর্তীকালে কাঠের যে কোনও জিনিস ছুঁয়েই 'টাচ উড' বলা প্রচলিত হয়।
আজকের দিনে আধুনিক প্রজন্ম 'টাচ উড' কথাটিকে দুর্ভাগ্য এড়ানোর টোটকা হিসেবে প্রায় প্রবাদ হিসেবে ব্যবহার করেন। আগে ইংল্যান্ডে Touch Wood-এর বদলে Knock On The Wood কথাটি বেশি প্রচলিত ছিল। পরবর্তীকালে অবশ্য দুর্ভাগ্য দূর করতে 'টাচ উড' কথাটিই বেশি প্রচলিত হয়। অনেকে মনে করেন উনিশ শতকে 'টিগি টাচ উড' নামে বাচ্চাদের একটি খেলা ছিল। এই খেলায় কোনও কাঠ কিংবা কাঠের জিনিস ছুঁয়ে দিলে তাঁকে কেউ ধরতে পারবে না অর্থাৎ সুরক্ষিত থাকবে। অনেকে তাই মনে করেন যে সেই খেলা থেকেই কাঠ ছুঁয়ে নিলে সুরক্ষিত থাকার বিশ্বাসের জন্ম।
বিশ্বের অনেক দেশেই গাছ পুজো করার রীতি প্রচলিত আছে। গাছ অক্সিজেন দিয়ে আমাদের জীবন বাঁচিয়ে রাখে তাই গাছকে পবিত্র বলে মনে করা হয়। ক্রিশ্চানরা আবার মনে করে যে গাছ বা কাঠ স্পর্শ করে কাঠ দিয়ে তৈরি যিশাস ক্রাইস্টের ক্রস স্পর্শ করা হয়। এর ফলে সৌভাগ্য আসে জীবনে।
Post a Comment