মালদহে এবার ফলবে দু’লক্ষ টাকা কেজি দরের আম, শুরু হচ্ছে মিয়াজ়াকি আমের চাষ

ODD বাংলা ডেস্ক: মনে করা হয় জাপানে চাষ হওয়া মিয়াজ়াকি আমই বিশ্বের সব থেকে মূল্যবান আম। এ বার মালদহে সেই মিয়াজ়াকি আম চাষ করার সিদ্ধান্ত নিল কৃষি দফতর। বিশ্ব বাজারে এই আম প্রায় দু’লক্ষ টাকা কেজি দরে বিক্রি হয়। তাই রাজ্যের সব থেকে বেশি আমের চাষ হওয়া জেলাতেই মিয়াজ়াকি বাণিজ্যিক ভাবে চাষের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কৃষি দফতর জানিয়েছে।প্রশাসন সূত্রে খবর, মালদহের ইংরেজবাজার ব্লকে মিয়াজ়াকির বাগান তৈরির পরিকল্পনা করা হয়েছে। তার জন্যে ইতিমধ্যেই জাপান থেকে চারাগাছ নিয়ে আসার প্রস্তুতিও শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই মালদহে সেই চারাগাছগুলি পৌঁছবে।ইংরেজবাজার ব্লক কৃষি দফতরের আধিকারিক সেফাউর রহমানের উদ্যোগেই মিয়াজ়াকি আম মালদহে চাষ করার পরিকল্পনা করা হয়েছে। তাঁর কথায়, ''একটি বেসরকারি সংস্থার সহায়তায় জাপান থেকে মিয়াজ়াকি আম গাছের চারা নিয়ে আসা হচ্ছে। মোট ৫০ টি গাছের চারা আসছে। ভারতীয় টাকায় এক একটি চারাগাছের দাম পড়েছে প্রায় এক হাজার টাকা। ''

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.