দোলের আগের দিন ন্যাড়াপোড়ার নেপথ্যে রয়েছে এক বৈজ্ঞানিক কারণ


ODD বাংলা ডেস্ক: ন্যাড়াপোড়ার পৌরাণিক ব্যাখ্যা তো আছেই। তবে জানেন কি এর নেপথ্যে কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। সেটা খানিকটা এইরকম-

দোল উৎসব পালিত হয় বসন্ত ঋতুতে। বসন্ত এমন একটা ঋতু যেখানে প্রকৃতি বিভিন্নরকমের পরিবর্তনের মধ্যে দিয়ে অতিবাহিত হয়। এই পরিবর্তন আ মরা সকলেই অনুভব করে থাকি। এই সময় একটা না-ঠান্ডা, না-গরম একটা মিশ্র আবহাওয়া, যে আবহাওয়ায় যতরকমের জীবাণু ব্যাকটেরিয়া বাতাসে ঘুরতে থাকে। যার ফলে ফ্লু ভাইরাসঘটিত জ্বর, চিকেন পক্সের মতো একাধিক রোগ শরীরে বাসা বাধতে পারে। তাছাড়া বসন্তকালে প্রকৃতির রূপও খুবই স্লান হয়ে পড়ে। কারণ এই সময় গাছের পাতা শুকিয়ে ঝড়ে যায়। তাই বিপুল পরিমাণে আবর্জনার সৃষ্টি হয়। আর সেই কারণেই ঝরে যাওয়া শুকনো নারকেল পাতা, সুপুরির পাতা, খড় ইত্যাদি জড়ো করে তা পুড়িয়ে ফেলা হয়। এর ফলে আগুনের সংস্পর্শে এসে জীবাণুও নষ্ট হয় এবং আবর্জনাও পুড়িয়ে ফেলাই ভাল-তাই এই প্রথাটি খুবই পরিবেশবান্ধব বলেই মনে করেন বিজ্ঞানীরা। তাই আজও নিয়ম করে দোলপূর্ণিমার আগের রাতে পালিত হয় ন্যাড়া পোড়া বা হোলিকা দহন উৎসব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.