SMS-এ পাতা ফাঁদে পা দিলেন অভিনেত্রী নাগমা! তারপর যা হল...
ODD বাংলা ডেস্ক: ব্যাঙ্ক প্রতারণার শিকার হলেন অভিনেত্রী নাগমা৷ প্রতারকদের ফাঁদে পা দিয়ে প্রায় ১ লক্ষ টাকা খুইয়েছেন তিনি৷ এর পরেই মুম্বইয়ের বান্দ্রায় পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি৷ অভিনেত্রীর অভিযোগ পেয়ে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ৷পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে নাগমা জানান, গত ২৮ ফেব্রুয়ারি একটি অভিযোগ দায়ের করেন নাগমা মোরাজি৷ সেখানে তিনি উল্লেখ করেন, গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটা নাগাদ তাঁর মোবাইলে দুটি ভিন্ন নম্বর থেকে মেসেজ আসে৷ সেখানে বলা হয়, প্যান কার্ড আপডেট না করলে নাগমার নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে৷মেসেজের সঙ্গেই ছিল একটি লিঙ্ক৷ ওই লিঙ্কে ক্লিক করে নিজের প্যান কার্ড ডিটেলস দেন তিনি৷ এর পরেই তাঁর মোবাইলে একটি ওটিপি আসে৷ ওটিপি দিতেই তাঁর কাছে ব্যাঙ্কের থেকে একটি ট্র্যানজ্যাকশন অ্যালার্ট আসে৷ প্রতারিত হয়েছেন আন্দাজ করে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে ফোন করেন তিনি৷ তখনই নাগমা জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা সরিয়ে নেওয়া হয়েছে৷
Post a Comment