ইডি হেফাজত শেষে ফের দিল্লির আদালতে অনুব্রত, জানানো হবে না জামিনের আবেদন

ODD বাংলা ডেস্ক: গরু পাচার মামলায় দিল্লিতে ইডি হেফাজতে রয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার তাঁর ইডি হেফাজত শেষ। ফের দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা হবে। তবে এদিন তাঁর জামিনের আবেদন করা হবে না বলেই খবর। ইডি তাঁকে জেল হেফাজতে রাখার আবেদন জানাতে পারে। সেক্ষেত্রে তিহাড় জেলেই তাঁকে পাঠানো হবে বলে অনুমান। এদিকে, ইডি হেফাজতে থাকাকালীন সোমবার সামান্য অসুস্থ বোধ করেছিলেন অনুব্রত মণ্ডল। তাঁর কাশি হয়েছে, অক্সিজেন ছাড়া থাকতে পারছেন না বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.