'পার্থদার খুব ভালো বান্ধবী...', লকেটকে নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক

ODD বাংলা ডেস্ক: নিয়োগ দুর্নীতি ও তাতে শাসকদলের নেতা যোগ নিয়ে গোটা রাজ্যজুড়ে তোলপাড় চলছে। এই অবস্থায় হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। শনিবার অসিতের বিরুদ্ধে সরাসরি টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ করেছিলেন লকেট। এর পাশাপাশি নাম না করে ধনেখালির বিধায়ক অসীমা পাত্র ও মন্ত্রীর বেচরাম মান্নাও নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হবেন বলে ইঙ্গিত করেন লকেট।লকেটের মন্তব্যর পরই রবিবার হুগলির চুঁচুড়াতে অসিতের বেহিসেবি সম্পত্তি নিয়ে পোস্টার পড়ে। সেই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে লকেটের সঙ্গে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়ান অসিত। এর পাশাপাশি লকেটকে তৃণমূল বিধায়ক মদন মিত্রের 'ভালো বান্ধবী' বলেও দাবি করেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.