খিচুড়ি রান্না করা শিখছেন বিল গেটস
ODD বাংলা ডেস্ক: মাইক্রোসফ্টের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। বিশ্বের ধনী ব্যক্তি হিসেবে অধিক পরিচিত। তিনি নিত্য নতুন কাজ শিখেই চলেছেন। বিল গেটস-এর অনুগামীদের মতে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ— সব কিছুতেই ওস্তাদ তিনি।
আচ্ছা, তিনি কী রাঁধতে পারেন? তারই হাতেকলমে পরীক্ষা হয়ে গেল। ‘পরীক্ষা’-র ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভারতের রাজ্যসভার একজন সংসদ সদস্য স্মৃতি ইরানি তাকে রান্না করা শেখাচ্ছেন। সম্প্রতি স্মৃতি নিজের টুইটারে বিল গেটসের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে, বিল গেটসকে খিচুড়ি রাঁধতে শেখাচ্ছেন স্মৃতি।
কড়াইতে তেল ঢেলে দিলেন মন্ত্রী। আর গরম তেলে ফোড়ন দিলেন বিল গেটস। সেই ফোড়ন আবার সযত্নে খিচুড়ির উপর ঢেলে দিলেন বিল। শুধু খিচুড়ি রেঁধেই থামলেন না বিল। তারপর চেখেও দেখলেন। খিচুড়ির স্বাদ চেখে দেখে দারুণ খুশি তিনি। ভারতীয় খাবার যে মনে ধরেছে, তা তার হাবভাবেই স্পষ্ট!
স্মৃতির এই ভিডিও ছড়িয়ে পড়া মাত্রই নেটাগরিকরা নানা রকম মন্তব্য করতে শুরু করেছেন। কেউ লিখেছেন, ‘এই খিচুড়ির এবার নাম হবে মাইক্রোসফ্ট খিচুড়ি।’একজন লিখেছেন, ‘ভারতীয় খাবার যে ভাবে বিদেশিদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, তা দেখে ভালো লাগছে।’
কিছুদিন আগেই বিল গেটসকে দেখা গিয়েছিল রুটি বানাতে। ভিডিও দেখা গিয়েছিল অনেক কসরতের পর গোল গোল রুটি বানাতে সফল হয়েছিলেন তিনি। রুটির পর এবার খিচুড়ি! অনেকে মজা করে বলছেন, ভারতীয় রাঁধুনিদের টেক্কা দিতে প্রস্তুত বিল!
Post a Comment