বাড়ছে করোনা! চার মাস পর দৈনিক কোভিড সংক্রমণ ৭০০ ছাড়ালো দেশে, মৃত্যু হল রোগীর

ODD বাংলা ডেস্ক: ভারতের দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা চার মাস পরে আবার সাতশো পার করল। সরকারি হিসাবে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ৭৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এমনকি, কর্নাটকে মৃত্যুও হয়েছে এক করোনা আক্রান্ত রোগীর।শেষবার গত নভেম্বরে দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ৭০০ ছুঁয়েছিল দেশে। ২০২২ সালের ১২ নভেম্বর করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৩৪। কিন্তু তখন সংক্রমণ কমছিল। অর্থাৎ করোনা আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৭৩৪-এ। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসাব দেখে বোঝা যাচ্ছে আপাতত দেশের করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত কয়েক দিনে নিয়মিত বেড়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা রোগীর সংখ্যাও নেহাৎ কম নয়। কেন্দ্রীয় সরকারের হিসাবে এখনও দেশে ৪৬২৩ জন করোনা রোগী রয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.