প্রবল শিলাবৃষ্টির জেরে ছিঁড়ল বিদ্যুতের তার, উত্তরের পাঁচ জেলায় ব্যাহত পরিষেবা


ODD বাংলা ডেস্ক: ১৫ই মার্চ ভোররাত থেকে দার্জিলিং সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে শিলাবৃষ্টি । সেই সঙ্গে হয়েছে তুমুল বৃষ্টি ও ঝড়ও। আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ১৫ই মার্চ সন্ধ্যায় ঝড় ও শিলাবৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে প্রায় ১০০ টি পোল ভেঙে গিয়েছে। এছাড়াও প্রায় আড়াইশোটি জায়গায় লাইনে গাছ পড়ে তার ছিড়ে গিয়েছে।বজ্রপাতে ইনসুলেটার নষ্ট হয়েছে বহু জায়গায়। যুদ্ধকালীন তৎপরতায় তিনশোর অধিক বিদ্যুৎকর্মী ও অফিসার কাজ করছেন বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য। এই বিষয়ে WBSEDCL-এর চীফ ইঞ্জিনিয়ার সুমিত মুখার্জী বলেছেন, “এটি একটি যুদ্ধকালীন পরিস্থিতি। বেশ অনেকদিন বাদে একসঙ্গে এতগুলি ক্ষতির সম্মুখীন হয়েছে বিদ্যুৎ বন্টন ব্যবস্থা। ইতিমধ্যেই সব জায়গাতেই কাজ শুরু হয়ে গিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.