মজার ছলে ডেটিং অ্যাপে প্রেমিকের নামে অ্যাকাউন্ট খুলে ঘটলো যে বিপত্তি
ODD বাংলা ডেস্ক: মজা তো মজা-ই! এতে বিপদ বা সর্বনাশের সম্ভাবনা থাকে একেবারেই ক্ষীণ। তবে কপাল মন্দ থাকলে এতেও ঘটতে পারে যেকোনো বিপত্তি। যেমন- অনলাইন ডেটিং অ্যাপে মজার ছলেই প্রেমিকের নামে একটি অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন প্রেমিকা। শেষ পর্যন্ত তাকেই গোপনে ধোঁকা দিলেন প্রেমিক।
আর সেই মজার মাশুল এই ভাবে গুনতে হবে, তা বোধ হয় স্বপ্নেও ভাবেননি। এখন নিজের হাত কামড়াচ্ছেন প্রেমিকা। সম্প্রতি সমাজমাধ্যমে নিজের চূড়ান্ত বোকামির কথা জানিয়েছেন তিনি।
তরুণী জানিয়েছেন, কয়েক বছর ধরে ওই যুবকের সঙ্গে সম্পর্ক রয়েছেন তার। দু’জনের মধ্যে যথেষ্ট ভালোবাসাও ছিল। যেকোনো সমস্যায় একে অপরের পাশে থাকতেন তারা। ওই যুবক আত্মবিশ্বাসের অভাবে ভুগতেন। তিনি ভাবতেন, যে তাকে দেখতে সুন্দর নয়। বাইরের লোকের সঙ্গে কথাবার্তা বলতেও তিনি সঙ্কোচ বোধ করতেন।
এমন ভাবনা যে ভুল, তা বার বারই বলতেন তরুণী। এই ধারণা ভেঙে দিতেই মূলত অনলাইন ডেটিং অ্যাপে প্রেমিকের একটি প্রোফাইল খুলে দেন। তার আত্মবিশ্বাস বাড়াতে এবং তিনি যথেষ্ট সুদর্শন, সেটা বোঝাতেই এই কাজ করেছিলেন। কয়েক জন মেয়ের প্রোফাইল থেকে প্রেমিকের কাছে কথা বলার জন্য আবেদনও আসে। বিষয়টিকে সেই সময়ে অত পাত্তা দেননি তিনি।
এই ঘটনার কয়েক মাস পরে প্রেমিকের ডেটিং অ্যাপের প্রোফাইলটি খুলতেই চোখ ছানাবড়া হয়ে যায় তার। মেয়েদের সঙ্গে প্রেমিকের চটুল বার্তালাপ দেখতে পান তিনি। সেই সব কথোপকথন পড়ে বুঝতে পারেন, ইতিমধ্যেই তাঁকে লুকিয়ে কয়েক জনের সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন প্রেমিক। এসব দেখে ভেঙে পড়েন তিনি। প্রেমিকের কাছেও কৈফিয়ত চান। প্রথমে অস্বীকার করলেও প্রমাণ থাকায় আর কথা বলার মুখ ছিল না ওই যুবকের।
সামাজিকমাধ্যমে ওই তরুণী লিখেছেন, ‘আমি ভাবতেই পারছি না যে, আমার সঙ্গে এমন হতে পারে। এটা আমার প্রাপ্য ছিল না।’
Post a Comment