বারান্দায় সাজান বোগেনভিলিয়া



 ODD বাংলা ডেস্ক: বারান্দা সাজাতে হলে রঙচঙে ফুলই সবচেয়ে পছন্দসই। বারান্দার গ্রিলে বোগেনভিলিয়া সাজিয়ে সুন্দর করে তুলতে পারবেন। ফ্ল্যাটে ছোট বারান্দা হলেও বোগেনভিলিয়া দিয়ে সহজেই গরমটা আনন্দদায়ক করে নিতে পারেন। চলুন জেনে নেই কিভাবে: 


মোটামুটি ১২-১৪ ইঞ্চি গভীর টবে বীজ বপন করতে পারেন। গাছ বড় হওয়ার পর অবশ্য বড় টবে নিতে হবে। কারণ শিকড় বড় হয় এই গাছের। তবে ভারি টব না নিয়ে বড় এবং হালকা-পাতলা টব বাছাই করুন। 

অর্গানিক কম্পোস্ট মিশিয়ে মাটি প্রস্তুত করুন। গরমে অনেকে জল বেশি ব্যবহার করেন। তবে ঝুরঝুরে মাটি ব্যবহার করুন। 

বোগেনভিলিয়ার কিছু জাত আছে। বেশ কয়েকটি জাত বেছে লাগাতে পারেন। 

রোদ বোগেনভিলিয়ার জন্য অনেক জরুরি। গরমে এমনিতেই ৫-৬ ঘণ্টা রোদ পাবে। তাই যত্ন নেয়া সহজ হবে। 

বোগেনভিলিয়ায় পোকা কম হয়। তবে যদি ভয় থাকে তবে নিম অয়েল ব্যবহার করুন। 

দুই সপ্তাহ পরপর সার দিন। গরমে জল প্রথমদিকে দিতে হবে৷ বিশেষত গাছ ধরার আগে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.