মায়ের গর্ভে থাকা শিশুর হৃৎপিন্ডে সফল অস্ত্রোপচার


ODD বাংলা ডেস্ক:অস্ত্রোপচারের ফলে গর্ভস্থ ওই শিশু সম্পূর্ণ সুস্থ হয়ে জন্মগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর, দিল্লি এআইআইএমএস-এর চিকিৎসকরা মাতৃগর্ভে ভ্রূণের হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন করেছেন। অস্ত্রেপচারের সময় চিকিৎসকরা জরায়ুর ভেতরে একটি ছোট আঙ্গুরের আকারের হৃদপিণ্ডের বেলুন প্রসারণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেন। মূলথ এটি খুব বিরল অস্ত্রোপচার বলে বিবেচিত হয়।যদি এই অস্ত্রোপচার না করা হতো তাহলে শিশুটি হৃদরোগ নিয়ে জন্মগ্রহণ করত এবং সম্ভবত খুব অল্প সময় বেঁচে থাকত। কিন্তু অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় এখন শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে জন্মগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।  সংবাদমাধ্যম বলছে, দিল্লি এআইআইএমএস-এ ভর্তি হওয়া ২৮ বছর বয়সী গর্ভবতী ওই নারীর জন্য এই অস্ত্রোপচারটি অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, কারণ এর আগে তার তিনবার গর্ভপাত হয়েছিল। এআইআইএমএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকরা যখন ওই নারী এবং তার স্বামীকে সন্তানের (ভ্রূণের) হার্টের অবস্থা সম্পর্কে বলেছিলেন, তখন তারা দু’জনেই এই সন্তানের জন্ম দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.