একধাক্কায় ১৩৬ শতাংশ বাড়ল মাইনে, রাতারাতি লাখপতি 'আম আদমি' কেজরিওয়াল
ODD বাংলা ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রীর বেতন ও ভাতার রেকর্ড বৃদ্ধি। ১৩৬ শতাংশ বেতন ও ভাতা বাড়ল অরবিন্দ কেজরিওয়ালের।এতোদিন পর্যন্ত প্রতি মাসে ৭২ হাজার টাকা বেতন পেতেন দিল্লির মুখ্যমন্ত্রী। বর্ধিত বেতন নিয়ে এবার থেকে মাসে ১ লাখ ৭০ হাজার টাকা বেতন পাবেন তিনি।মুখ্যমন্ত্রী ছাড়াও দিল্লি বিধানসভার স্পিকার, ডেপুটি স্পিকার, কেজরিওয়াল মন্ত্রিসভার সমস্ত সদস্য, চিফ হুইপ ও বিরোধী দলনেতাদের বেতন ও ভাতা বাড়তে চলেছে। রেকর্ড বেতন বাড়ছে সমস্ত বিধায়কেরও।দিল্লির আম আদমি পার্টি বা আপ সরকারের মন্ত্রীদের বর্তমান মূল বেতন (Basic Pay) ২০ হাজার টাকা। চলতি অর্থবর্ষ থেকে সেটা বেড়ে দাঁড়াবে ৩০ হাজার টাকা।এছাড়া নির্বাচনী ভাতা হিসেবে এতোদিন ১৮ হাজার টাকা পেতেন দিল্লির বিধায়করা। যা বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। এছাড়া ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে পরিবহণ ভাতা ১০ হাজার টাকা করা হয়েছে।
Post a Comment