রাহুল গান্ধির বাড়িতে দিল্লি পুলিশ!ভারত জোড়ো যাত্রায় মন্তব্যের জের...

ODD বাংলা ডেস্ক: নোটিশ গিয়েছিল শুক্রবারেই। একদিন পার হতেই, রবিবার সকালে রাহুল গান্ধির বাড়িতে পৌঁছে গেল দিল্লি পুলিশ। সূত্রের খবর, ভারত জোড়ো যাত্রা’-য় ‘যৌন হেনস্থা’-র শিকার যে মহিলাদের কথা তিনি বলেছিলেন, সেই নিয়েই তথ্য সংগ্রহ করতে রাহুলের বাড়িতে পুলিশ পৌঁচেছে, যার নেতৃত্বে রয়েছেন বিশেষ কমিশনার সাগরপ্রীত হুডা। ভারতের মাটিতে কংগ্রেসের সংগঠনকে মজবুত করতে ভারত জোড়ো যাত্রা করেছিলেন রাহুল গান্ধি। কন্যাকুমারী থেকে পায়ে হেঁটে কাশ্মীর। রাহুল গান্ধির ১৩৫ দিনের দীর্ঘ পদযাত্রার সমাপ্তি হয় কাশ্মীরে৷ শের-ই-কাশ্মীর ক্রিকেট ময়দানে কংগ্রেসের মেগা র‍্যালির মধ্য দিয়ে 'ভারত জোড়ো যাত্রা'র সমাপ্তি ঘোষণা করে কংগ্রেস৷  ভারত জোড়ো যাত্রার শেষে শ্রীনগরে দাঁড়িয়ে রাহুল গান্ধি অভিযোগ করেছিলেন, দীর্ঘ যাত্রাপথে বহু মহিলা তাঁর কাছে জানিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যদের কাছেই যৌন হেনস্তার শিকার হয়েছেন তাঁরা। কিন্তু পুলিশে অভিযোগ করতে পারছেন না। কারণ তাঁদের সম্মান নিয়ে টানাটানি হবে। দিল্লি পুলিশের বক্তব্য, কংগ্রেস সাংসদকে সেই মন্তব্যের ব্যাখ্যা দিতে হবে। ঠিক কারা কারা রাহুলের কাছে এই ধরনের অভিযোগ করেছেন সেই তালিকা দিতে হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.