গরমে মুখের র‍্যাশ-চুলকানি এড়াতে

 


ODD বাংলা ডেস্ক: গরমে বাইরে ঘুরাঘুরি করছেন আর ত্বকে র‍্যাশ ও চুলকোনি ভোগাচ্ছে না, এমনটা হতে পারে না। এই সময় ত্বকের যত্নে কিছু জিনিস রাখা জরুরি। সেগুলো কি? একবার দেখে নিই। 


সানস্ক্রিন


গরমে সবসময় সানস্ক্রিন সঙ্গে রাখবেন। রোজার সময় ত্বকে ক্লান্তি বা যন্ত্রণা ক্ষতি করবে আখেরে আপনারই। সঙ্গে সানস্ক্রিন মেখে নিন। রোজার সময় দু-একবার মুখে জলের ঝাপটা দেওয়া যেতে পারে। তখন তাজা লাগবে। তারপর সানস্ক্রিন মেখে নিন। 


হাইড্রেটিং মাস্ক


বাজারে হাইড্রেটিং ফেস মাস্ক কিনতে পাওয়া যায়। সপ্তাহে অন্তত একদিন সময় পেলেই ১০ মিনিট ত্বকে রাখুন। যখন ভীষণ ক্লান্ত লাগবে তখন ব্যবহার করুন। দেখবেন ত্বক লাবণ্য ফিরে পাচ্ছে এবং আপনারও ভালো লাগছে। 


লিপবাম


গরমে ঠোঁটের আর্দ্রতাও ধরে রাখা জরুরি। সেজন্যই লিপবাম ব্যবহার করুন ঠোঁটে। পুরু করে ঠোঁটে লিপবাম ব্যবহার করলে ঠোঁটের গোলাপি আভা ঠিক থাকবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.